প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রশাসন বিভাগের সচিব ওলিউর রহমান। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার মারা যান তিনি।
বিআরটিএ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
প্রশাসন ক্যাডারের ১৭ ব্যাচের যুগ্ম-সচিব ছিলেন ওলিউর রহমান। এর আগে তিনি রাজউকের প্রশাসন বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ওলিউর রহমানের ভাই মো. মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ লাইন হাসপাতালের আইসিইউতে বেশ কিছু দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তার ভাই। সেখানেই আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























