০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ইবির সহকারী প্রক্টরকে অব্যাহতি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এম এম নাসিমুজ্জামানকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে আব্যাহতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শুক্রবার বেলা ১২ টার দিকে আবাসিক এলাকায় বাগান পরিচর্যার সময় মেঘনা ভবনের পাশে সবজি বাগান পরিচর্যার কাজ করছিলেন আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন। এসময় ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক নাসিমুজ্জামান তাকে পাশের ভবন থেকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং লাঠি হাতে তেড়ে আসেন শিক্ষক আলতাফ হোসেনকে লক্ষ্য করে। এক পর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এমএম নাসিমুজ্জামান।

এ ঘটনায় শুক্রবার (১লা জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে নিরাপত্তা চেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ
সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন।

শনিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরকে তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন।

এছাড়া এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত সহকারী প্রক্টরকে পদ থেকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে গুলিসহ একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯

ইবির সহকারী প্রক্টরকে অব্যাহতি

প্রকাশিত : ০৩:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এম এম নাসিমুজ্জামানকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে আব্যাহতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শুক্রবার বেলা ১২ টার দিকে আবাসিক এলাকায় বাগান পরিচর্যার সময় মেঘনা ভবনের পাশে সবজি বাগান পরিচর্যার কাজ করছিলেন আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন। এসময় ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক নাসিমুজ্জামান তাকে পাশের ভবন থেকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং লাঠি হাতে তেড়ে আসেন শিক্ষক আলতাফ হোসেনকে লক্ষ্য করে। এক পর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এমএম নাসিমুজ্জামান।

এ ঘটনায় শুক্রবার (১লা জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে নিরাপত্তা চেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ
সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন।

শনিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরকে তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন।

এছাড়া এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত সহকারী প্রক্টরকে পদ থেকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর