মেধাবী সংগীতশিল্পী রিদওয়ানা আফরীন সুমির জন্মদিন আজ সোমবার (১১ জানুয়ারি)। সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম, মুঠো ফোনে শুভেচ্ছায় সিক্ত এই শিল্পী। তরুন প্রজন্মের আলোচিত এই শিল্পীর জন্মদিনে বিজনেস বাংলাদেশ পরিবার থেকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন।
বিশেষ এই দিন নিয়ে সুমি বলেন, আমার একটি পছন্দের দিন সোমবার। এই দিনেই আমার জন্মদিন এজন্য খুব ভালো লাগছে। সকাল থেকে পরিচিতজনদের শুভেচ্ছা পেয়েছি। সন্ধ্যায় অফিস কলিগদের সঙ্গে কেককেটে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করবো।
সুমি গানের পাশাপাশি তিনি টাইম মিউজিক টিভির এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন এ ছাড়া ‘ডেইলি ওমেন বাংলাদেশ’-এর যগ্ন সম্পাদক হিসেবে দায়ীত্ব পালন করছেন।
সুমির জন্ম বরিশাল শহরে। দুই বোন এক ভাইয়ের মধ্যে সুমি ছোট। পড়াশোনা করেছেন মঠবাড়িয়া সরকারি কলেজে, এরপর ঢাকার সরকারি সংগীত মহাবিদ্যালয় থেকে বি-মিউজ পাস করে আইসিসিআরের বৃত্তি নিয়ে রবীন্দ্র ভারতীতে অনার্স শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে এম-মিউজ সম্পন্ন করেন। বর্তমানে সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। তার সংগীতে হাতেখড়ি আদরের ফুপু শিরিন আক্তারের কাছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























