০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

টেস্ট ও টি-টোয়েন্টিতেও টাইটেল স্পন্সর ‘রকেট’

আগামী ৩১ জানুয়ারি চট্টগ্রামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম ও ৮ ফেব্রুয়ারি শেরেবাংলায় মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এছাড়া ১৫ ফেব্রুয়ারি ঢাকায় প্রথম টি-টোয়েন্টি এবং সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিলেটে।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’। ত্রিদেশীয় সিরিজে টাইটেল স্পন্সর ছিল প্রতিষ্ঠানটি। আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

প্রতিষ্ঠানটির উপ ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান বলেন, ‘বাংলাদেশ দলের হোম সিরিজের সঙ্গে থাকতে পেরে আমরা গর্ববোধ করি। বাংলাদেশ দলের অগ্রযাত্রায় ভবিষ্যতেও তাদের সঙ্গে থাকার আশা করছি।’

এছাড়াও ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা সানাউল আরেফিন বলেন, ‘আগেই বলেছিলাম যে, ন্যাশনাল স্পন্সরদের কথা চিন্তা করে আপনারা যদি সাহায্য করেন, তাহলে সেটা ক্রিকেটের জন্য, দেশের জন্য, স্পন্সরদের উৎসাহিত করার জন্য এবং প্রডাক্টের প্রচারের জন্যও ভাল। এটা সবার দায়।’

আসন্ন এই সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। টেস্ট সিরিজে টিকেটের মূল্য সর্বোচ্চ এক হাজার এবং সর্বনিম্ন ৫০ টাকা। আর টি-টুয়েন্টি সিরিজে সর্বোচ্চ দুই হাজার টাকা এবং সর্বনিম্ন ১০০ টাকা। বিসিবির নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন চৌধুরী টিকেটের মূল্যের কথা নিশ্চিত করেন।

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

টেস্ট ও টি-টোয়েন্টিতেও টাইটেল স্পন্সর ‘রকেট’

প্রকাশিত : ১০:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮

আগামী ৩১ জানুয়ারি চট্টগ্রামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম ও ৮ ফেব্রুয়ারি শেরেবাংলায় মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এছাড়া ১৫ ফেব্রুয়ারি ঢাকায় প্রথম টি-টোয়েন্টি এবং সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিলেটে।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’। ত্রিদেশীয় সিরিজে টাইটেল স্পন্সর ছিল প্রতিষ্ঠানটি। আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

প্রতিষ্ঠানটির উপ ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান বলেন, ‘বাংলাদেশ দলের হোম সিরিজের সঙ্গে থাকতে পেরে আমরা গর্ববোধ করি। বাংলাদেশ দলের অগ্রযাত্রায় ভবিষ্যতেও তাদের সঙ্গে থাকার আশা করছি।’

এছাড়াও ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা সানাউল আরেফিন বলেন, ‘আগেই বলেছিলাম যে, ন্যাশনাল স্পন্সরদের কথা চিন্তা করে আপনারা যদি সাহায্য করেন, তাহলে সেটা ক্রিকেটের জন্য, দেশের জন্য, স্পন্সরদের উৎসাহিত করার জন্য এবং প্রডাক্টের প্রচারের জন্যও ভাল। এটা সবার দায়।’

আসন্ন এই সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। টেস্ট সিরিজে টিকেটের মূল্য সর্বোচ্চ এক হাজার এবং সর্বনিম্ন ৫০ টাকা। আর টি-টুয়েন্টি সিরিজে সর্বোচ্চ দুই হাজার টাকা এবং সর্বনিম্ন ১০০ টাকা। বিসিবির নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন চৌধুরী টিকেটের মূল্যের কথা নিশ্চিত করেন।