টাঙ্গাইলের কালিহাতীতে চাচাতো ভাইয়ের বউয়ের লাঠির আঘাতে ভাসুর নিহত হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) দুপুর এলেঙ্গা পৌরসভার সরুপপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভাসুর হাফেজ উদ্দিন (৬৫) ওই এলাকার মৃত বাহাজ উদ্দিনের ছেলে। বিষয়টি স্থানীয় কাউন্সিলর সুকুমার ঘোষ নিশ্চিত করেছেন।
সুকুমার ঘোষ জানান, জমি নিয়ে দীর্ঘদিন যাবত তার চাচাতো ভাই হুরমুজ আলীর পরিবারের সাথে বিরোধ চলছে। রোববার ওই জমি থেকে মাটি কাটা কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে হাফেজের চাচাতো ভাইয়ের স্ত্রী মনি বেগম লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। পরে হাফিজ দৌড়ে পালানোর সময় মাটিতে পরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ প্রসঙ্গে কালিহাতী থানার এসআই রাজু আহমেদ বলেন, ‘লাশের প্রাথমিক সুরতহাল করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হাফিজ উদ্দিনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এখনও কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















