র্যাব-১২ কুষ্টিয়া অভিযান চালিয়ে দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ ভাঙ্গাপাড়া থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও এ্যালকোহলযুক্ত মদসহ এরশাদ আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল ১৮জানুয়ারী ভোর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ (ভাঙ্গাপাড়া) গ্রামস্থ সিরাজ মন্ডল এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ এরশাদ আলী (৩৬) এর বসত বাড়ীর পাকা বিল্ডিং শয়ন ঘরে খাটিয়ার নিচে মেঝের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত ঘর থেকে ফেন্সিডিল-১৫০ পিচ, এ্যালকোহল যুক্ত মদ- ৪৮০ মিঃলিঃ (৪.৮ লিটার) ী মোঃ এরশাদ আলী (৩৬) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















