পাশ দিয়ে বল বেরিয়ে যাচ্ছিল। গালিতে ডান দিক ঝাঁপিয়ে ক্যাচ মুঠোয় নিলেন লিটন দাস। মুস্তাফিজুর পেলেন রহমান জশুয়া ডি সিলভার উইকেট।
বাঁহাতি পেসারকে ড্রাইভ করতে চেয়েছিলেন ডি সিলভা। ব্যাটের কানায় লেগে বল যাচ্ছিল থার্ড ম্যানে। এমন কিছুর জন্যই গালিতে ছিলেন লিটন। দারুণ দক্ষতায় কাজে লাগান কঠিন সুযোগ।
১৩ বলে ১ চারে ৯ রান করেন ডি সিলভা। ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৫/২। দুটি উইকেটই নিয়েছেন মুস্তাফিজ। ক্রিজে আন্দ্রে ম্যাককার্থির সঙ্গী অধিনায়ক জেসন মোহাম্মেদ।
এক ঘণ্টা পর শুরু : বৃষ্টির বাধায় এক ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে খেলা। লম্বা এই বিরতিতে কমেনি ম্যাচের দৈর্ঘ্য।
বিজনেস বাংলাদেশ / আতিক






















