ফেরার ম্যাচে সাকিবের প্রথম উইকেট নিয়ে দেশের মাটিতে ১৫০ উইকেট পূর্ণ করলো সাকিব আল হাসান।
এক সঙ্গে দুই উপলক্ষ; নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা, সঙ্গে দেশের মাটিতে শততম ওয়ানডে। নিজের প্রথম ওভারে একটুর জন্য মেলেনি উইকেট, পরেরটিতেই সাকিব আল হাসান পেলেন সাফল্য। বোল্ড করে দিলেন আন্দ্রে ম্যাককার্থিকে।
বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বল সুইপ করতে চেয়েছিলেন ম্যাককার্থি। লাইনে যেতে পারেননি, স্টাম্পে আঘাত হানে বল।
৩৪ বলে ১ চারে ১২ রান করেন ম্যাককার্থি। ১৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪৫/৩। ক্রিজে জেসন মোহাম্মেদের সঙ্গে সঙ্গী কাইল মেয়ার্স।
পাওয়ার প্লেতে ২ উইকেট
টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ পাওয়ার প্লেতে বেঁধে রেখেছে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। ফিরিয়ে দিয়েছে দুই ওপেনারকে।
১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৮/২। আন্দ্রে ম্যাককার্থি ও জেসন মোহাম্মেদ দুই জনই ব্যাট করছেন ১০ রানে।
দুই ওপেনারকেই ফিরিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের বলে এলবিডব্লিউ হন সুনিল আমব্রিস। গালিতে ধরা পড়েন জশুয়া ডি সিলভা।
প্রথম ওভারে ছক্কা হজম করা রুবেল হোসেন খুব একটা ভোগাতে পারেননি ব্যাটসম্যানদের। দশম ওভারে প্রথম বল হাতে পান অভিষিক্ত হাসান মাহমুদ। ওয়ানডেতে নিজের প্রথম ওভারে তরুণ এই পেসার দেন ৪ রান।
১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজের উদ্বোধন ঘোষণা করলেন বিসিবি প্রধান নাজমুল হাসান। বেলুন উড়িয়ে হলো সূচনা।
আগেই বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছিলেন, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রতি সংহতি জানাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। খেলা শুরুর আগে ক্যারিবিয়ানদের সঙ্গে সাকিব-তামিম-মুশফিকরাও হাঁটু গেড়ে একাত্মতা জানান।
বাংলাদেশ ১১১৫, ওয়েস্ট ইন্ডিজ ১০৫
নিয়মিত খেলোয়াড়দের প্রায় কেউ নেই। কেউ এসেছেন লম্বা বিরতির পর, কারও এখনও অভিষেক হয়নি। ক্যারিবিয়ান দলটির মাত্র পাঁচ জনের আছে ওয়ানডে খেলার অভিজ্ঞতা। তারাও খুব বেশি ম্যাচ খেলেননি, সব মিলিয়ে কেবল ১০৫টি।
সাকিব আল হাসান একাই খেলেছেন তাদের প্রায় দ্বিগুণ ম্যাচ। প্রথম ওয়ানডের আগে বাঁহাতি এই অলরাউন্ডারের ম্যাচ ২০৬টি। বাংলাদেশ দলের সবাই মিলে খেলেছে ক্যারিবিয়ানদের ১০ গুণের বেশি ম্যাচ, সব মিলিয়ে ১১১৫টি।
হাসানের অভিষেক
অভিষেক হচ্ছে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে যাওয়া তরুণ পেসার হাসান মাহমুদের। তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। অন্য দুই জন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা সৌম্য সরকারও ফিরেছেন একাদশে। কোচের দেওয়া আভাস অনুযায়ী ফিরেছেন নাজমুল হোসেন শান্তও। সাকিবের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ দলে ৬ অভিষেক
করোনাভাইরাস শঙ্কায় নিয়মিত খেলোয়াড়দের অনেকেই না আসায় ক্যারিবিয়ান দলে নতুন মুখের ছড়াছড়ি। প্রথম ওয়ানডেতে অভিষেক হচ্ছে ছয় জনের।























