উইন্ডিজ শিবিরে সাকিবের ৩য় হানা। এনক্রুমা বোনারকে ফিরিয়ে ৪.৪ ওভারে ৫ রান দিয়ে ৩য় উইকেটটি তুলে নেন।
পাওয়ার প্লেতে ২ উইকেট
টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ পাওয়ার প্লেতে বেঁধে রেখেছে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। ফিরিয়ে দিয়েছে দুই ওপেনারকে।
১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৮/২। আন্দ্রে ম্যাককার্থি ও জেসন মোহাম্মেদ দুই জনই ব্যাট করছেন ১০ রানে।
দুই ওপেনারকেই ফিরিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের বলে এলবিডব্লিউ হন সুনিল আমব্রিস। গালিতে ধরা পড়েন জশুয়া ডি সিলভা।
প্রথম ওভারে ছক্কা হজম করা রুবেল হোসেন খুব একটা ভোগাতে পারেননি ব্যাটসম্যানদের। দশম ওভারে প্রথম বল হাতে পান অভিষিক্ত হাসান মাহমুদ। ওয়ানডেতে নিজের প্রথম ওভারে তরুণ এই পেসার দেন ৪ রান।






















