পরপর দুই উইকেট, এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি, পরবর্তীতে আরো একটি উইকেট নিয়ে মোট ৫ ওভার বল করে ২৮ রান খরচ করে অভিষেকেই ৩ উইকেট নিয়ে ঝলক দেখান হাসান।
সেই অনূর্ধ্ব-১৭’তে থাকা অবস্থায়ই নজর কেড়েছিলেন দ্রুতগতির হাসান মাহমুদ। কিন্তু ইনজুরি পথে বাঁধা হয়ে দাড়ানোয় অনূর্ধ্ব-১৯ দলে আর খেলা হয়নি। মানে যুব বিশ্বকাপ খেলতে পারেননি লক্ষ্মীপুরের এ দ্রুত গতির বোলার।
তাতে কি! ঢাকা প্লাটুনের হয়ে ২০১৯ সালের বিপিএলে বল হাতে সুযোগ পেয়েই নজর কাড়েন। প্রায় প্রতি ম্যাচেই ভাল বোলিং করে উইকেট দখল করেন। ইঙ্গিত দেন ভাল কিছু করার। তখনই মনে হচ্ছিল হাসান মাহমুদ অনেক দুর এগিয়ে যাবেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















