ফের একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন টাইগাররা। সাকিব-মিরাজ-মোস্তাফিজদের বোলিং তোপে মাত্র ১৪৮ রানেই গুটিয়ে গেল সফররত ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ফলে জয়ের জন্য তামিমদের প্রয়োজন মাত্র ১৪৯ রান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে এক উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ব্যাকফুটে চলে যায়। মাত্র ৪১ রানেই হারিয়েছে ৫ উইকেট। মোস্তাফিজুর রহমানের দুই উইকেটের পাশাপাশি একে-একে ‘শিকার ধরেছেন’ সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ।
ম্যাচে প্রথম সফলতা নিয়ে আসেন কাটার মাস্তার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ এদিন শুরু থেকে ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে বল ভেতরে ঢোকাতে থাকেন। তেমন একটি হঠাৎ নিচু হওয়া ডেলিভারিতে সুনীল অ্যামব্রিসকে সাজঘরে ফেরান।
বিজনেস বাংলাদেশ/ এ আর























