পরিকল্পিত চট্টগ্রাম নগর উন্নয়নসহ নানাবিধ প্রতিশ্রুতির মধ্য দিয়েই আওয়ামীলীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর ইশতেহার ঘোষণা করা হয়। নগরীর জলাবদ্ধতা নিরসন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নালা-খাল-নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনাসহ মোট ৩৭টি প্রতিশ্রুতির বিষয় ইশতেহারে উল্লেখ রয়েছে।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলরুমে ‘রূপসী চট্টগ্রাম আমার-আপনার অহংকার, অঙ্গীকার-সবার যোগে সাজবে নগর’ এই স্লোগানে চসিক নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে নিজের ইশতেহার উত্তাপন করেন মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এই ইশতেহার ঘোষণার সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও চট্টগ্রামের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সবার সম্মিলিত প্রয়াসে বিশ্বমানের পরিকল্পিত বাসযোগ্য নগর হিসেবে গড়তে কাজ করে যাবো জানিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেছেন, দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার এই বন্দর। জাতীয় আমদানি-রফতানির ৮৫ শতাংশ চট্টগ্রাম দিয়ে পরিচালিত হয়। স্বাভাবিক কারণে চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণভোমরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১২ বছরে চট্টগ্রাম বন্দর বিশ্বমানের আন্তর্জাতিক বন্দরে পরিণত হয়েছে। তাই চট্টগ্রাম অনেক দূর এগিয়েছে। প্রতিবেশী দেশ ভারতের ভূমিবেষ্টিত সেভেন সিস্টার, চিনের কুনমিং শহর, নেপাল ও ভুটানের আমদানি-রফতানির ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার হবে চট্টগ্রাম। পাশাপাশি বিশ্বের অন্যতম পর্যটন তীর্থ হিসেবে গড়ে উঠবে বৃহত্তর চট্টগ্রাম।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















