নওগাঁর মহাদেবপুরে পরিত্যক্ত অবস্থায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূতি ও জগতধাত্রী দেবীর দুটি মূর্তি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার রাতে উপজেলার বাঁকাপুর গ্রামের কালু মিয়ার খড়ের পালার মধ্যে থাকা এই মূর্তিগুলো উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়ে বিজিবি-১৬ নওগাঁ ব্যাটলিয়ন। বৃহস্পতিবার দুপূরে বিজিবি-১৬ নওগাঁ ব্যাটলিয়নের প্রেসবিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
বিজিবি-১৬ নওগাঁ ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল রেজাউল কবির জানান, মঙ্গলবার গোপন সূত্রে জানা যায় পাচারের উদ্দ্যেশে কষ্টি পাথরের দুটি মূর্তি বাঁকাপুর গ্রামে কালু মিয়ার খড়ের পালার মধ্যে রাখা হয়েছে। এমন তথ্যের মধ্যে সেখানে রাত সাড়ে ৮ টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে প্রায় সাড়ে ৭৬ কেজি বিষ্ণু পাথরের মূর্তি এবং প্রায় ৫৬ কেজি ওজনের জগতধাত্রী দেবীর কষ্টি পাথরের দুটি মূর্তি উদ্ধার করা হয়েছে।
লে: কর্ণেল রেজাউল কবির আরো জানান, কষ্টি পাথরের দুটি মূর্তির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩২ লাখ ২৫ হাজার টাকা। ঘটনায় মহাদেবপুর থানায় মামলা দায়েরের পর মূর্তিগুলো প্রতœতত্ত্ব বিভাগে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
প্রায় দেড় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের দুটি মূর্তি উদ্ধার
-
তমাল ভৌমিক, নওগাঁ প্রতিনিধি - প্রকাশিত : ০৭:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- 127
ট্যাগ :
জনপ্রিয়




















