০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শীর্ষেই থাকলো ম্যানসিটি

  • ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত : ১২:০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
  • 31

ম্যানচেস্টার ইউনাইটেড না পারলেও পেরেছে তার নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। শেফিল্ড ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানকে করেছে আরও সুসংহত। ২১ ম্যাচে ৪১ পয়েন্ট ম্যানইউর। এক ম্যাচ কম খেলা সিটির অর্জন ৪৪ পয়েন্ট। লিস্টার ২০ খেলায় ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে। শেফিল্ডকে বাজে রক্ষণের খেসাড়ত দিতে হয় খেলার ৯ মিনিটেই। বক্সের ডান প্রান্তে ঢুকে মাটিতে পড়ে গিয়েও বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে সমর্থ ছিলেন ফেরান তোরেস। অসাধারণ দক্ষতায় মার্কারকে কাটিয়ে বাম প্রান্তে বল দিয়েছিলেন জেসুসকে। লক্ষ্যের মুখে থাকা জেসুস জালে পাঠাতে কোনও ভুল করেননি। এর ফলে ৯ ম্যাচ পর প্রিমিয়ার লিগে গোল পেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে অবশ্য আর কোনও গোল হয়নি। সেটি না হলেও চোট আঘাতে খেলা বন্ধ ছিল বেশখানিক্ষণ। মুখোমুখি সংঘর্ষে মাথায় আঘাত পেয়েছিলেন ফিল ফোডেন ও জন লুন্ডস্ট্রাম। তাদের শুশ্রূষা দেওয়া দেওয়া হয় মাঠেই। তার পর খেলা গড়ালে শেফিল্ডকে অনবরত আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলেছিল ম্যানসিটি।

ট্যাগ :
জনপ্রিয়

গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮

শীর্ষেই থাকলো ম্যানসিটি

প্রকাশিত : ১২:০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১

ম্যানচেস্টার ইউনাইটেড না পারলেও পেরেছে তার নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। শেফিল্ড ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানকে করেছে আরও সুসংহত। ২১ ম্যাচে ৪১ পয়েন্ট ম্যানইউর। এক ম্যাচ কম খেলা সিটির অর্জন ৪৪ পয়েন্ট। লিস্টার ২০ খেলায় ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে। শেফিল্ডকে বাজে রক্ষণের খেসাড়ত দিতে হয় খেলার ৯ মিনিটেই। বক্সের ডান প্রান্তে ঢুকে মাটিতে পড়ে গিয়েও বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে সমর্থ ছিলেন ফেরান তোরেস। অসাধারণ দক্ষতায় মার্কারকে কাটিয়ে বাম প্রান্তে বল দিয়েছিলেন জেসুসকে। লক্ষ্যের মুখে থাকা জেসুস জালে পাঠাতে কোনও ভুল করেননি। এর ফলে ৯ ম্যাচ পর প্রিমিয়ার লিগে গোল পেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে অবশ্য আর কোনও গোল হয়নি। সেটি না হলেও চোট আঘাতে খেলা বন্ধ ছিল বেশখানিক্ষণ। মুখোমুখি সংঘর্ষে মাথায় আঘাত পেয়েছিলেন ফিল ফোডেন ও জন লুন্ডস্ট্রাম। তাদের শুশ্রূষা দেওয়া দেওয়া হয় মাঠেই। তার পর খেলা গড়ালে শেফিল্ডকে অনবরত আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলেছিল ম্যানসিটি।