কমিউনিটি হেলথ ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছে। আর তাদের এই কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগীরা, যাদের একটি বড় অংশই নিম্ন আয়ের জনগোষ্ঠী।
তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে স্বাস্থ্যকর্মীরা। কমিউনিটি হেলথ ক্লিনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অন্যতম স্বাস্থ্যসেবা কর্মসূচি। গ্রামীণ জনগণের কাছে সেবা পৌঁছে দিতে বড় ভূমিকা রাখছে এইসব স্বাস্থ্যকেন্দ্র। জ্বর, গ্যাস্ট্রিক, কাশিসহ ৩৩ ধরনের রোগের চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে দেয়া হয় এসব ক্লিনিক থেকে।
কিন্তু স্বাস্থ্যকর্মীদের আন্দোলন কর্মসূচিতে গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে রোগীদের সেবা কার্যক্রম। আর তাই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামীণ জনপদ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে প্রসূতি মায়েরা। তবে আন্দোলনকারীরা বলেন, দাবি আদায় করেই কর্মস্থলে ফিরবে তারা। ফেনীর সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর বলেন, পরিস্থিতি মোকাবেলায় উদ্যোগ নেয়া হয়েছে।
চাকরি রাজস্ব খাতে নেয়ার দাবিতে ২০ জানুয়ারি থেকে কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে আন্দোলন করছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা।

























