০১:০১ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

হরভজনকে টপকানোর সুযোগ অশ্বিনের

অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র দুটি টেস্ট খেলে চোটের কারণে সিরিজ থেকে সরে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে তার মধ্যেই প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথকে খাঁচাবন্দি করে ফেলেছিলেন তিনি। ঘরের মাটিতে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিনিই ভারতের অন্যতম ভরসা। তবে শুধু দলগত নয়, ব্যক্তিগত মাইলস্টোন ছোঁয়ার হাতছানি রয়েছে অশ্বিনের সামনে। তার সামনে হরভজন সিংকে টপকানোর সুযোগ।

ভারতের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট প্রাপক হিসেবে উঠে আসতে অশ্বিনের চাই আর ১২ উইকেট। হরভজনের ঘরের মাঠে মোট উইকেট সংখ্যা ২৬৫, অশ্বিনের ২৫৪টি। স্পিনিং ট্র্যাকে অশ্বিনের যা রেকর্ড তাতে প্রথম দুই টেস্টেই হরভজনকে টপকে যেতে পারেন। এদিকে, ভারতের মাঠে এক নম্বর উইকেট শিকারি হিসেবে হরভজন-অশ্বিনের থেকে এখনও অনেক এগিয়ে অনিল কুম্বলে। তার সংগ্রহ ৩৫০।

৩৪ বছর বয়সি অশ্বিন কুম্বলের রেকর্ড ভাঙতে পারবেন কিনা তা নিশ্চিত না হলেও হরভজনকে টপকে যাবেন নিঃসন্দেহে। ভারতের পিচে ২১ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ১০ উইকেট তুলেছেন ৬টি টেস্টে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনিই ভারতের অন্যতম তুরুপের তাস।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

হরভজনকে টপকানোর সুযোগ অশ্বিনের

প্রকাশিত : ০৫:৪০:১০ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১

অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র দুটি টেস্ট খেলে চোটের কারণে সিরিজ থেকে সরে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে তার মধ্যেই প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথকে খাঁচাবন্দি করে ফেলেছিলেন তিনি। ঘরের মাটিতে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিনিই ভারতের অন্যতম ভরসা। তবে শুধু দলগত নয়, ব্যক্তিগত মাইলস্টোন ছোঁয়ার হাতছানি রয়েছে অশ্বিনের সামনে। তার সামনে হরভজন সিংকে টপকানোর সুযোগ।

ভারতের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট প্রাপক হিসেবে উঠে আসতে অশ্বিনের চাই আর ১২ উইকেট। হরভজনের ঘরের মাঠে মোট উইকেট সংখ্যা ২৬৫, অশ্বিনের ২৫৪টি। স্পিনিং ট্র্যাকে অশ্বিনের যা রেকর্ড তাতে প্রথম দুই টেস্টেই হরভজনকে টপকে যেতে পারেন। এদিকে, ভারতের মাঠে এক নম্বর উইকেট শিকারি হিসেবে হরভজন-অশ্বিনের থেকে এখনও অনেক এগিয়ে অনিল কুম্বলে। তার সংগ্রহ ৩৫০।

৩৪ বছর বয়সি অশ্বিন কুম্বলের রেকর্ড ভাঙতে পারবেন কিনা তা নিশ্চিত না হলেও হরভজনকে টপকে যাবেন নিঃসন্দেহে। ভারতের পিচে ২১ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ১০ উইকেট তুলেছেন ৬টি টেস্টে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনিই ভারতের অন্যতম তুরুপের তাস।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার