চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিনে দুর্দান্ত খেলছে স্বাগতিক বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের প্রথম ইনিংসে ১১ তুলতেই জন ক্যাম্পবেলকে হারিয়েছে ক্যারিবীয়রা। এরপরই শেন মোসলেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মুস্তাফিজ, তুলে নেন আরো একটি উইকেট।
এর আগে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের অনবদ্য ১০৩ রানের কল্যাণে প্রথম ইনিংসে ৪৩০ রান করেছে টাইগাররা।
৫ উইকেটে ২৪২ রানে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা। গতকালের ৩৪ রানের সঙ্গে আজ ৪ রান যোগ করেই ওয়ারিকানের বলে বোল্ড হন লিটন। এরপর মিরাজকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন সাকিব (৬৮)। বিশ্বসেরা অলরাউন্ডারের বিদায়ের পর তাইজুল ইসলামকে (১৮) নিয়ে ৪৪ রানের জুটি গড়েন মিরাজ।
এরপর নাঈম হাসানকে (২৪) নিয়ে নবম উইকেটে ৫৭ রানের জুটি গড়ে তোলেন মিরাজ। আর শেষ উইকেটে মুস্তাফিজের সঙ্গে ১৪ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১০৩ রানে সাজঘরে ফেরেন মিরাজ। মিরাজের আউটের সঙ্গে সঙ্গেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জোমেল ওয়ারিকান ৪ উইকেট লাভ করেন। এছাড়া রাকিম কর্নওয়াল নেন ২টি উইকেট।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















