১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সিএমএইচ এ বিশ্ব ক্যান্সার দিবস পালন

বিশ্ব ক্যান্সার দিবস-২০২১ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান শনিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এর ক্যান্সার সেন্টারে অনুষ্ঠিত হয়। ক্যান্সারের সাথে যুদ্ধ করে বেঁচে আছেন এরকম ১৫ জন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্যান্সার নিয়েও কীভাবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা যায় এ বিষয়ে তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন। উল্লেখ্য কোভিদ ১৯ এর ভয়াবহ পরিস্থিতির মাঝেও ক্যান্সার সেন্টার এর প্রতিটি সদস্য নিরলসভাবে তাদের সেবা দিয়ে গেছেন। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এর মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান ক্যান্সার যোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন। তিনি প্রাথমিক পর্যায়ে ক্যান্সার নির্ণয় এবং এর যথাযথ চিকিৎসার উপর গুরুত্ব আরোপ করেন। ক্যান্সার সেন্টার এর অধিনায়ক এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। ক্যান্সার সেন্টারের মেডিকেল অনকোলজি এবং রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান বিগত বছরের এ ক্যান্সার সেন্টারের কর্মকাণ্ড উপস্থাপন করেন। অনুষ্ঠানে সিএমএইচের কমান্ড্যান্ট ও কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় বহিস্কৃত যুবদলের দুই নেতা, নিহত জুবায়ের যুবলীগের কর্মী

সিএমএইচ এ বিশ্ব ক্যান্সার দিবস পালন

প্রকাশিত : ১২:০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১

বিশ্ব ক্যান্সার দিবস-২০২১ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান শনিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এর ক্যান্সার সেন্টারে অনুষ্ঠিত হয়। ক্যান্সারের সাথে যুদ্ধ করে বেঁচে আছেন এরকম ১৫ জন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্যান্সার নিয়েও কীভাবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা যায় এ বিষয়ে তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন। উল্লেখ্য কোভিদ ১৯ এর ভয়াবহ পরিস্থিতির মাঝেও ক্যান্সার সেন্টার এর প্রতিটি সদস্য নিরলসভাবে তাদের সেবা দিয়ে গেছেন। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এর মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান ক্যান্সার যোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন। তিনি প্রাথমিক পর্যায়ে ক্যান্সার নির্ণয় এবং এর যথাযথ চিকিৎসার উপর গুরুত্ব আরোপ করেন। ক্যান্সার সেন্টার এর অধিনায়ক এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। ক্যান্সার সেন্টারের মেডিকেল অনকোলজি এবং রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান বিগত বছরের এ ক্যান্সার সেন্টারের কর্মকাণ্ড উপস্থাপন করেন। অনুষ্ঠানে সিএমএইচের কমান্ড্যান্ট ও কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল উপস্থিত ছিলেন।