১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

নির্জন দ্বীপে নারকেল খেয়েই ৩৩ দিন পার!

বাহামার জনশূন্য দ্বীপে আটকেপড়া তিনজন কিউবার নাগরিককে ৩৩ দিন পর উদ্ধার করেছে মার্কিন কোস্টগার্ড। উদ্ধারের পর তারা জানান, এত দিন তাদের বেশির ভাগ খাবারই ছিল নারকেল।

মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, একটি এয়ারক্রু রুটিন টহল দিচ্ছিল। তখন অ্যাঙ্গুইলা কেতে এই তিনজনের পতাকা বানানোর চিত্র নজরে আসে।  উদ্ধারকারী দলের একজন ক্রু বিবিসিকে জানান, তারা এত দিন সেখানে বেঁচে রয়েছে এটা অবাক করার মতো। গত ৮ ফেব্রুয়ারি তাদেরকে ফ্লোরিডা ও কিউবার মধ্যবর্তী দ্বীপটিতে তাদের প্রথম শনাক্ত করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা রিলি বীচার জানান, আমরা যখন টহল দিতে বেরিয়েছিলাম তখন কিছু আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। পরে হেলিকপ্টার আরেকটু নিচে আসার পর বুঝতে পারি যে, সেখানে থাকা লোকজন সংকটে রয়েছে।

তবে টহলরত ক্রুরা তাৎক্ষণিক উদ্ধারকাজ চালানোর জন্য সজ্জিত ছিলেন না। তাই তাদের জন্য খাবার, পানি ও যোগাযোগের জন্য একটি রেডিও ফেলা হয়।

বীচার বলেন, দুর্ভাগ্যক্রমে আমাদের কাছে স্পেনীয় ভাষার কোনো স্পিকার ছিল না, তবে আমার ভাঙা স্প্যানিশে আমি বুঝতে পেরেছিলাম যে তারা কিউবা থেকে এসেছিল এবং তাদের চিকিৎসা সহায়তার প্রয়োজন। তারা নিশ্চিত করেছিল যে, তারা এই দ্বীপে ৩৩ দিন ধরে রয়েছে।

দ্বীপে আটকা পড়া তিনজনের দুজন পুরুষ ও একজন নারী। তারা কোস্টগার্ড কর্মকর্তাদের জানান, তাদের নৌকা ডুবে যাওয়ার পর সাঁতরে এই দ্বীপে আশ্রয় নিয়েছিলেন। নারকেলের পাশাপাশি তারা ইঁদুর ও শাক খেয়েছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) হেলিকপ্টারযোগে এই তিনজনকে দ্বীপ থেকে উদ্ধার করে ফ্লোরিডার একটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। যদিও তাদের বড় ধরনের আঘাত ছিল না। কোস্ট গার্ড বলছে, তাদের পরে মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টে স্থানান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নির্জন দ্বীপে নারকেল খেয়েই ৩৩ দিন পার!

প্রকাশিত : ১১:০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১

বাহামার জনশূন্য দ্বীপে আটকেপড়া তিনজন কিউবার নাগরিককে ৩৩ দিন পর উদ্ধার করেছে মার্কিন কোস্টগার্ড। উদ্ধারের পর তারা জানান, এত দিন তাদের বেশির ভাগ খাবারই ছিল নারকেল।

মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, একটি এয়ারক্রু রুটিন টহল দিচ্ছিল। তখন অ্যাঙ্গুইলা কেতে এই তিনজনের পতাকা বানানোর চিত্র নজরে আসে।  উদ্ধারকারী দলের একজন ক্রু বিবিসিকে জানান, তারা এত দিন সেখানে বেঁচে রয়েছে এটা অবাক করার মতো। গত ৮ ফেব্রুয়ারি তাদেরকে ফ্লোরিডা ও কিউবার মধ্যবর্তী দ্বীপটিতে তাদের প্রথম শনাক্ত করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা রিলি বীচার জানান, আমরা যখন টহল দিতে বেরিয়েছিলাম তখন কিছু আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। পরে হেলিকপ্টার আরেকটু নিচে আসার পর বুঝতে পারি যে, সেখানে থাকা লোকজন সংকটে রয়েছে।

তবে টহলরত ক্রুরা তাৎক্ষণিক উদ্ধারকাজ চালানোর জন্য সজ্জিত ছিলেন না। তাই তাদের জন্য খাবার, পানি ও যোগাযোগের জন্য একটি রেডিও ফেলা হয়।

বীচার বলেন, দুর্ভাগ্যক্রমে আমাদের কাছে স্পেনীয় ভাষার কোনো স্পিকার ছিল না, তবে আমার ভাঙা স্প্যানিশে আমি বুঝতে পেরেছিলাম যে তারা কিউবা থেকে এসেছিল এবং তাদের চিকিৎসা সহায়তার প্রয়োজন। তারা নিশ্চিত করেছিল যে, তারা এই দ্বীপে ৩৩ দিন ধরে রয়েছে।

দ্বীপে আটকা পড়া তিনজনের দুজন পুরুষ ও একজন নারী। তারা কোস্টগার্ড কর্মকর্তাদের জানান, তাদের নৌকা ডুবে যাওয়ার পর সাঁতরে এই দ্বীপে আশ্রয় নিয়েছিলেন। নারকেলের পাশাপাশি তারা ইঁদুর ও শাক খেয়েছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) হেলিকপ্টারযোগে এই তিনজনকে দ্বীপ থেকে উদ্ধার করে ফ্লোরিডার একটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। যদিও তাদের বড় ধরনের আঘাত ছিল না। কোস্ট গার্ড বলছে, তাদের পরে মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টে স্থানান্তর করা হয়েছে।