শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর খুব দ্রুত সময়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস আয়োজিত লাইভ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
উপাচার্য বলেন, করোনার জন্য এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী নেই। শিক্ষার্থীরা এলে আমরা জকসু নির্বাচন আয়োজন করব। ইতোমধ্যে একটি খসড়া গঠনতন্ত্র তৈরি করা হয়েছে। যখন সময়-সুযোগ হবে জকসু নির্বাচন আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ থাকা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে অনেক সময় অনেক অবাঞ্ছিত ঘটনা ঘটে। ছাত্র সংসদ থাকলে সেই বিষয়গুলো তারা সমাধান করতে পারে। এ ছাড়া ছাত্র সংসদের মাধ্যমে নেতৃত্ব তৈরি হয়।
তবে, নির্বাচনের সম্ভাব্য কোনো সময় তিনি জানাননি।






















