বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার সকাল থেকে ঢাকা মহানগর পুলিশের সকল ইউনিটে কেক কাটার মধ্য দিয়েই শুরু হয়েছে ডিএমপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের অনুষ্ঠান মালা।
বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে রাজারবাগ পুলিশ লাইন্স এ গিয়ে শেষ হবে। এই র্যালির নেতৃত্ব দিবেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এতে ঢাকা মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্যরা অংশ নিবেন। এছাড়াও থাকছে ডিএমপি’র সুসজ্জিত ব্যান্ড দল।
ডিএমপি’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কবি-সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশি-বিদেশী কূটনৈতিকবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।
সন্ধ্যায় আয়োজন করা হয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে দেশবরেণ্য শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করবেন। পরিশেষে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে মনোজ্ঞ ফায়ার ওয়ার্কসের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সমাপ্ত করা হবে।

























