০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

টিকা নিলেন জাতীয় দলের ৮ ক্রিকেটার

দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের আট ক্রিকেটার। শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা গ্রহণ করেন তারা। টিকা নেয়া আট ক্রিকেটার হলেন- মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ও শান্ত। এদিন সকালে একে একে স্বতঃস্ফূর্তভাবে ভ্যাকসিন নেয়া শেষে ক্রিকেটাররা বাসায় ফিরে যান। তাদের মধ্যে শারীরিক কোনো সমস্যা দেখা দেয়নি। এর আগে তামিম, সৌম্য, মিরাজসহ করোনার ভ্যাকসিন নিয়েছিলেন ৬ ক্রিকেটার। এতে মোট ১৪ ক্রিকেটার নিউজিল্যান্ড সফরের আগে ভ্যাকসিন নিলেন। আগামী ২২ ফেব্রুয়ারি ভ্যাকসিন নেবেন জাতীয় নারী দলের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের উদ্দেশ্যে আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবে টাইগাররা। সপ্তাহ খানেক অনুশীলন শেষে ২০ মার্চ ডানেডিনে বসবে সিরিজের প্রথম ওয়ানডে। ক্রাইস্টচার্চে ২৩ মার্চ এবং ওয়েলিংটনে ২৬ মার্চ হবে দ্বিতীয় ও শেষ ওয়ানডে। ২৮ মার্চ হ্যামিল্টনে বসবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩০ মার্চ নেপিয়ারে দ্বিতীয় ম্যাচ এবং তৃতীয় ও শেষ ম্যাচ অকল্যান্ডে মাঠে গড়াবে ১ এপ্রিল।

ট্যাগ :

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায় ৪ সেপ্টেম্বর

টিকা নিলেন জাতীয় দলের ৮ ক্রিকেটার

প্রকাশিত : ১২:০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১

দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের আট ক্রিকেটার। শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা গ্রহণ করেন তারা। টিকা নেয়া আট ক্রিকেটার হলেন- মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ও শান্ত। এদিন সকালে একে একে স্বতঃস্ফূর্তভাবে ভ্যাকসিন নেয়া শেষে ক্রিকেটাররা বাসায় ফিরে যান। তাদের মধ্যে শারীরিক কোনো সমস্যা দেখা দেয়নি। এর আগে তামিম, সৌম্য, মিরাজসহ করোনার ভ্যাকসিন নিয়েছিলেন ৬ ক্রিকেটার। এতে মোট ১৪ ক্রিকেটার নিউজিল্যান্ড সফরের আগে ভ্যাকসিন নিলেন। আগামী ২২ ফেব্রুয়ারি ভ্যাকসিন নেবেন জাতীয় নারী দলের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের উদ্দেশ্যে আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবে টাইগাররা। সপ্তাহ খানেক অনুশীলন শেষে ২০ মার্চ ডানেডিনে বসবে সিরিজের প্রথম ওয়ানডে। ক্রাইস্টচার্চে ২৩ মার্চ এবং ওয়েলিংটনে ২৬ মার্চ হবে দ্বিতীয় ও শেষ ওয়ানডে। ২৮ মার্চ হ্যামিল্টনে বসবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩০ মার্চ নেপিয়ারে দ্বিতীয় ম্যাচ এবং তৃতীয় ও শেষ ম্যাচ অকল্যান্ডে মাঠে গড়াবে ১ এপ্রিল।