একুশে বইমেলায় বই কিনে বিকাশে দাম পরিশোধ করলে ১০ শতাংশ ক্যাশ ব্যাক পাচ্ছেন ক্রেতারা। রোববার মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩৫০টি প্রকাশনা প্রতিষ্ঠানের বইয়ে তাদের এ অফারের কথা জানায়।
বইমেলায় বিকাশে মূল্য পরিশোধের নিয়ম উল্লেখ করে এতে বলা হয়, “পেমেন্ট করে বই কিনতে গ্রাহকরা তাদের মোবাইল ফোনে প্রথমে *২৪৭# ডায়াল করে বিকাশ মেন্যুতে প্রবেশ করবেন। তারপর ‘৩’ চেপে ‘পেমেন্ট’ অপশন বাছাই করতে হবে। এরপরে বেশ কিছু ইন্টার্যাক্টিভ ধাপ অনুসরণ করার পর লেনদেনটি সম্পন্ন হবে।”
বিকাশ দিয়ে কেনাকাটায় কোনো মাশুল দিতে হবে না জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্রাহক মূল্য পরিশোধ করার সাথে সাথেই তার বিকাশ একাউন্টে ক্যাশ ব্যাকের পরিমাণ জমা হবে।” বই মেলায় প্রকাশকরা বইয়ের প্রচ্ছদমূল্যের উপর ২৫ ভাগ ছাড় দিয়ে থাকেন। এর সঙ্গে বিকাশের ক্যাশ ব্যাক মিলে পাঠকরা প্রকৃতপক্ষে ৩২ দশমিক ৫ ভাগ কম মূল্যে বই কিনতে পারবেন বলে উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।
২০১৪ সাল থেকে বাংলা একাডেমি আয়োজিত বইমেলায় অনুরূপ ক্যাশ ব্যাক সুবিধা দিয়ে আসছে বিকাশ। মেলার শেষ দিন ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত এ অফার চলবে।

























