সয়াবিন তেলের দাম সরকার নির্ধারণ করে দিলেও সেই দামে পণ্যটি পাচ্ছেন না ভোক্তা। এজন্য আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতা একে অপরকে দোষারোপ করছেন। পাইকার ও আমদানিকারকরা বলছেন, সরকার নির্ধারিত মূল্যেই খোলা ও বোতলজাত সয়াবিন তেল বিক্রি করছেন তারা। কিন্তু খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকাররা নতুন তেলের চালান তাদেরকে দেয়নি। পূর্বের উচ্চদামে কেনা তেলই এখনো তারা বিক্রি করছেন। সয়াবিন তেলের অস্বাভাবিক দাম বাড়ার প্রেক্ষিতে ভোক্তাদের স্বার্থে গত ১৭ ফেব্রুয়ারি খুচরা, পাইকারি ও মিলগেট পর্যায়ে সয়াবিন ও পামসুপার তেলের দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি লিটার সয়াবিন (খোলা) মিল গেটে ১০৭ টাকা, পরিবেশক মূল্য ১১০ টাকা এবং খুচরা মূল্য ১১৫ টাকা নির্ধারণ করে দেওয়া হয়। বোতলজাত প্রতি লিটার সয়াবিন মিল গেট মূল্য ১২৩ টাকা, পরিবেশক মূল্য ১২৭ টাকা এবং খুচরা মূল্য ১৩৫ টাকা নির্ধারণ করে দিয়েছে। আর বোতলের ৫ লিটার সয়াবিন মিল গেট মূল্য ৫৮৫ টাকা, পরিবেশক মূল্য ৬০০ টাকা এবং খুচরা মূল্য ৬৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে। সেইসঙ্গে পাম সুপারের প্রতি লিটার মিলগেট মূল্য (খোলা) ৯৫ টাকা, পরিবেশক মূল্য ৯৮ এবং খুচরা বাজারে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এখনও ভোজ্যতেলের দরের ক্ষেত্রে অস্থিরতা ও অরাজকতা দেখা গেছে। অধিকাংশ বাজার বা দোকানেই সরকার নির্ধারিত দরে ভোজ্যতেল বা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে খোলা সয়াবিন তেল ১১৫ টাকা দরে বিক্রি করার কথা থাকলেও বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। একইভাবে পামসুপার বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। যা বিক্রি করার কথা প্রতিলিটার ১০৪ টাকা। বোতলের ৫ লিটার সয়াবিন তেল ৬৩০ টাকায় বিক্রি করার কথা থাকলেও তা বিক্রি হচ্ছে ৬৭০ টাকার ওপরে। ১৩৫ টাকা বোতলে এক লিটার সয়াবিন পাওয়া গেলেও কোনও কোনও কোম্পানির বোতলের এক লিটার সয়াবিন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি না করার কারণ জানতে চাইলে মৌলভীবাজার ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম মাওলা বলেছেন, আমরা পাইকারি বাজারে সরকার নির্ধারিত দরেই ভোজ্যতেল বিক্রি করছি। পাইকারি বাজারে এখন সুপারপাম তেল ৯৬ টাকা এবং খোলা সয়াবিন তেল ১১০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা জানিয়েছেন, সরকার যেহেতু দাম নির্ধারণ করে দিয়েছে, আমাদের তা মানতেই হবে। আমরা শুরু থেকেই সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি শুরু করে দিয়েছি। কাজেই সরকার নির্ধারিত দরে ভোজ্যতেল বিক্রি হচ্ছে না, এমন অভিযোগ সঠিক নয়। কিন্তু খুচরা ব্যবসায়ীরা বলেছেন, এখনও নতুন দামের সয়াবিন তেল কারখানা থেকে সরবরাহ করা হয়নি। রাজধানীর জিগাতলার মুদি দোকানদার বাবু বলেন, আমরা এখনও নতুন তেল পাইকারদের কাছ থেকে পাইনি। আগের কেনা তেলই এখনও আমরা বিক্রি করছি। যে কারণে দাম বেশি রাখতে হচ্ছে। সয়াবিত তেল বাজারে চলতে থাকা অস্থিরতা সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জাফরউদ্দিন বলেন, বিষয়টি সরকারের নজরে আছে। সরকার নির্ধারিত দরেই ভোজ্যতেল বিক্রি করতে হবে। এসব বিষয় মনিটরিংয়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক টিম কাজ করছে।
০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
নির্ধারিত মূল্য মানছেন না ব্যবসায়ীরা
-
শেখ লিমন
- প্রকাশিত : ১২:০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- 33
ট্যাগ :
জনপ্রিয়