ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টরিয়াল বডিতে সহকারী প্রক্টর হিসেবে তিন শিক্ষককে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, সহকারী প্রক্টরের দায়িত্বে থাকা গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসির উদ্দীন ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর সাদাতকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ তিনজনের স্থলে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুর্শিদ আলম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জয়শ্রী সেনকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী এক বছর তারা সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করবেন।