রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় অন্তর (১২) নামে এক শিশুর মত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অন্তর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহেল মিয়ার ছেলে। বর্তমানে সে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে খুলনা খাবার হোটেলের গ্যাস বয় হিসেবে কাজ করতো।
জানা গেছে, সোমবার সকালে অন্তর মোহাম্মদপুরের জাপান সিটি গার্ডেনের সামনের রাস্তা পার হচ্ছিলো। এসময় দ্রুতগতির একটি পিকারআপ ভ্যানের তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পথচারীরা অন্তরকে মুমুর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পৌঁনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।

























