রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেমন উপস্থিত ছিলেন।
সোমবার দুপুর রাজধানীর নির্বাচন ভবনে গিয়ে সিইসি কে এম নুরুল হুদার কাছে এই মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দেয়ার পর তারা সিইসির রুমে প্রায় বিশ মিনিট অবস্থান করেন।
এর আগে শুক্রবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কার্যালয় থেকে আবদুল হামিদের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
























