ডিজিটাল নিরাপত্তা আইনটি পর্যালোচনা করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, কোনো আইনই সম্পূর্ণ নয়, নয় বিতর্কের ঊর্ধ্বে। শনিবার ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ নিয়ে আয়োজিত ভার্চুয়াল সেমিনারে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। শ ম রেজাউল করিম বলেন, আইনের যথাযথ প্রয়োগ যেমন আছে, তেমন আছে অপ্রয়োগও। তাই ডিজিটাল নিরাপত্তা আইনটির প্রয়োজনীয় সংশোধন করে সংস্কার করা যেতে পারে। কারাগারে লেখক মুশতাকের মৃত্যুকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এ সময় মন্ত্রী বলেন, মুশতাকের মৃত্যুর পর ডিজিটাল আইন নিয়ে অনেকে অনেক কথা বলছে, আমি বলতে চাই কেউ মুশতাককে পিটিয়ে মারেনি, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমিও তার মৃত্যুতে কষ্ট পেয়েছি। সেমিনারে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক, সিজেএস এর পরিচালক ড. মনজুর আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
আইনের ধারাগুলো সংশোধন করা সম্ভব
-
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২:০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- 34
ট্যাগ :
জনপ্রিয়