০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

কুমিল্লায় দেলোয়ার হত্যা মামলায় গ্রেফতার কাউন্সিলর সাত্তার

কুমিল্লার চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন হত্যা মামলায় অবশেষে গ্রেফতার দেখানো হয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাউন্সিলর আবদুস সাত্তারকে। এর আগে গত ২৬ জানুয়ারি যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী হত্যা মামলায় কাউন্সিলর সাত্তারকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
কারাগারে থাকা সাত্তারকে দেলোয়ার হত্যা মামলায় গ্রেফতার দেখাতে গত ১৮ ফেব্রুয়ারি কুমিল্লার ৯ নম্বর আমলি আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পিবিআই, কুমিল্লার পরিদর্শক মো.মতিউর রহমান।
২৫ ফেব্রুয়ারি দুপুরে শুনানি শেষে আদালতের বিচারক হাকিম মো. গোলাম মাহবুব খান ওই আবেদন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে পিবিআই, কুমিল্লার পরিদর্শক মো.মতিউর রহমান জানিয়েছেন, শিগগিরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
সাত্তার কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির পদে রয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের ১১ নভেম্বর নগরীর চৌয়ারা এলাকায় খুন হওয়া যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী হত্যা মামলার দুই নম্বর আসামি তিনি।
জানা গেছে, ২০১৮ সালের ২৬ নভেম্বর রাতে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের শামবক্সি (ভল্লবপুর) এলাকায় সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে ছাত্রলীগ নেতা দেলোয়ারকে মাথায় গুলি করে হত্যা করে। দেলোয়ার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন। এ ঘটনার পরদিন নিহতের বড় ভাই মো.শাহাদাত হোসেন নয়ন বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আলোচিত এই মামলাটি বর্তমানে তদন্ত করছে পিবিআই, কুমিল্লার সদস্যরা। গত বছরের ২৪ সেপ্টেম্বর পিবিআইয়ের সদস্যরা এ মামলায় আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করে। পরে আনোয়ার আদালতে দেওয়া জবানবন্দিতে জানায়, কাউন্সিলর আবদুস সাত্তারের পরিকল্পনায় দেলোয়ারকে খুন করে রেজাউলসহ অন্যরা।

ট্যাগ :

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমিল্লায় দেলোয়ার হত্যা মামলায় গ্রেফতার কাউন্সিলর সাত্তার

প্রকাশিত : ১২:০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১

কুমিল্লার চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন হত্যা মামলায় অবশেষে গ্রেফতার দেখানো হয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাউন্সিলর আবদুস সাত্তারকে। এর আগে গত ২৬ জানুয়ারি যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী হত্যা মামলায় কাউন্সিলর সাত্তারকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
কারাগারে থাকা সাত্তারকে দেলোয়ার হত্যা মামলায় গ্রেফতার দেখাতে গত ১৮ ফেব্রুয়ারি কুমিল্লার ৯ নম্বর আমলি আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পিবিআই, কুমিল্লার পরিদর্শক মো.মতিউর রহমান।
২৫ ফেব্রুয়ারি দুপুরে শুনানি শেষে আদালতের বিচারক হাকিম মো. গোলাম মাহবুব খান ওই আবেদন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে পিবিআই, কুমিল্লার পরিদর্শক মো.মতিউর রহমান জানিয়েছেন, শিগগিরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
সাত্তার কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির পদে রয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের ১১ নভেম্বর নগরীর চৌয়ারা এলাকায় খুন হওয়া যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী হত্যা মামলার দুই নম্বর আসামি তিনি।
জানা গেছে, ২০১৮ সালের ২৬ নভেম্বর রাতে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের শামবক্সি (ভল্লবপুর) এলাকায় সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে ছাত্রলীগ নেতা দেলোয়ারকে মাথায় গুলি করে হত্যা করে। দেলোয়ার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন। এ ঘটনার পরদিন নিহতের বড় ভাই মো.শাহাদাত হোসেন নয়ন বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আলোচিত এই মামলাটি বর্তমানে তদন্ত করছে পিবিআই, কুমিল্লার সদস্যরা। গত বছরের ২৪ সেপ্টেম্বর পিবিআইয়ের সদস্যরা এ মামলায় আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করে। পরে আনোয়ার আদালতে দেওয়া জবানবন্দিতে জানায়, কাউন্সিলর আবদুস সাত্তারের পরিকল্পনায় দেলোয়ারকে খুন করে রেজাউলসহ অন্যরা।