নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (নোবিপ্রবিডিএস) “তর্কযুদ্ধঃ সিজন ৫ঃ একুশনামা বিতর্ক
প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফ্রেবুয়ারি (শনিবার ) রাত ৮ টায় জুম অনলাইন প্লাটফর্মে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির তর্কযুদ্ধঃ সিজন ৫. একুশনামা বিতর্ক
প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বির্তক প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় টিম ” শফিউর রহমান ” ও টিম ” আবুল বরকত “। উক্ত ফাইনালে, চ্যাম্পিয়ন হয়েছে টিম।”আবুল বরকত” ও রানারআপ হয়েছে টিম শফিউর রহমান।
এসময়ে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সহকারী মডারেট ও বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এ কিউ এম সালাউদ্দিন পাঠান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কুয়েট ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মোঃ ফয়সাল ও অন্যান্য বিচারক হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন নৈয়ায়িকের বিতার্কিক রেজওয়ানুল ইসলাম শুভ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক শারমিন সুলতানা।
এছাড়াও নোবিপ্রবি ডিবেটিং বিভিন্ন পর্যায়ে সদস্যরা জুম অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে বির্তক প্রতিযোগিতার ফাইনাল উপভোগ করেন।
তর্কযুদ্ধঃ মৌসুম ৫ -একুশনামা প্রতিযোগিতার সেরা বিতার্কিক হয়েছেন তাসনীম তাবাসসুম অরিন এবং একইসাথে ফাইনালের সেরা বিতার্কিকও নির্বাচিত হয়েছেন তিনি।
উল্লেখ, বুধবার ‘২৩ ফ্রেবুয়ারি , ২০২১’ রাউন্ড স্টেজের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসকে পুনরুজ্জীবিত করতে থিম নির্ধারণপূর্বক এই বিতর্কের টিমগুলোর নামকরণ করা হয়।
অনলাইনে ডিস্কোর্ড প্লাটফর্মে ছয়টি টিম ট্যাব ফরম্যাটে পরস্পরের সাথে তর্কযুদ্ধে অবতীর্ণ হয়। টিমগুলোর নাম যথাক্রমে আবুল বরকত, শফিউর রহমান, রফিকউদ্দিন আহমেদ, আব্দুস সালাম, মোঃ অহিউল্ল্যাহ, আব্দুল জব্বার। বিতর্কের প্রথম পর্ব শেষে দুইটি দল ফাইনালের জন্য মনোনীত হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























