জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) আবৃত্তি সংসদের উদ্যোগে ভাষা শহিদদের স্মরনে ‘চেতনায় একুশ’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার(২৭ফেব্রুয়ারি) রাত ৯ টায় অনলাইনে(জ্যুম এ্যাপে) এটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি সায়মুন পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ,এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ব্যবস্থাপনা উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল।
এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা কে এম সুজাউদ্দিন।
এ সম্পর্কে জবিআসের সাধারণ সম্পাদক নোমান হাসান বলেন, আমরা মূলত ‘চেতনায় একুশ’ শীর্ষক অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত স্বশরীরে করতাম। কিন্তু করোনা পরিস্থিতির কারনে ক্যাম্পাস বন্ধ থাকায় অনলাইনে করেছি। আমরা আশা করছি, বিশ্ববিদ্যালয় খুলে দিলে আমরা আমাদের অনুষ্ঠানগুলো নিয়মিত স্বশরীরে ক্যাম্পাসে করতে পারবো’।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নির্বাচিত শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























