মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরের বড়চেগ সিএনজি ফিলিং ষ্টেশনে গ্যাস নেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে দুই জন আহত হয়েছে। গুরুতর আহত সিএনজি চালক জলিল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও পুুুুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ১১ ঘটিকার দিকে কমলগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি গাড়ি নিয়ে গ্যাস নিতে যান, সেখানে সিএনজি চালক জলিল (২৭) গ্যাস নিতে এসে বড় গাড়ীর লাইনে ঢুকে পড়ে। এনিয়ে প্রাইভেটকার চালক হামিদের সাথে জলিল কথাকাটিতে জড়িয়ে পড়ে, এসময় সিএনজি অটোরিকশাতে রাখা রোল নিয়ে কারের সামনের বর্নাটে বারি মারে। এ নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে আলীনগর বস্তী এলাকার মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়ার ছেলে সিএনজি চালক জলিল মিয়া (২৭) এর বুকে ও পিঠে কে বা কারা ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তার স্বজনরা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ স্বাস্হ্য কমপ্লেক্সে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জলিলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় কমলগঞ্জ পৌরসভাধীন রামপাশা গ্রামের মাইক্রোবাস চালক মনির মিয়া(৩৬) হাতে ছুরিকাঘাতে তিনি অাহত হন। তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নিহতের ভাই কাসেম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যপারে গোলাম কিবরিয়া শফির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ জানান, হাসপাতালে নেয়ার পথে জলিলের মৃত্যু হয়েছে।
এদিকে ঘটনার জের ধরে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীমঙ্গল -শমসেরনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আলীনগর বস্তিবাসী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)সোহেল রানা জানান এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্তপুর্বক দোষীদের আইনের আওতায় আনা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























