কমনওয়েলথভুক্ত দেশগুলাের মধ্য শীর্ষ তিন অনুপ্রেরণাদায়ী নারী নেতার তালিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভূক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাে. ছাদেকুল আরফিন।
০৪ মার্চ ২০২১ কমনওয়েলথ মহাসচিব পট্রসিয়া স্টল্যান্ড কিউসি আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে দেয়া এক বিশেষ ঘােষনায় “অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণা” হিসেবে অভিহিত করে, কােভিড মহামারি মােকাবেলায় নিজ নিজ দেশে সফল এমন তিন নারী নেতৃত্বের কথা বিশেষ ভাবে উল্লেখ করেন।
এরা হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবং বার্বাডাসের প্রধানমন্ত্রী মিয়া আমার মােটল। করােনা মহামারি মােকাবেলায় এই তিন নেতা তাদের নিজ নিজ দেশে অসাধারণ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনদন জানিয়ে ববি উপাচার্য বলেন, করােনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ সমূহ তঁার সময়ােপযােগী ও দৃঢ় নেতৃত্বের বহি:প্রকাশ। করােনাকালীন প্রধানমন্ত্রীর নেওয়া সময়ােচিত পদক্ষেপের দরুণ অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদশর করানা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতির প্রবদ্ধিও অত্যন্ত আশাব্যাঞ্জক। আন্তর্জাতিক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে এমন স্বীকৃতি প্রদান করায় বহি:বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। এসময় উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























