জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ।
পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.আইন-উল-হুদা এর তিন বছর মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন- ২০০৫ এর ২৪(২) ধারা অনুযায়ী আজ রবিবার(৭ মার্চ) থেকে পরবর্তী তিন বছরের জন্য উক্ত বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নূরে আলম আবদুল্লাহকে নিয়োগ দেয়া হয়েছে।আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
এই উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর সাথে নব নিযুক্ত চেয়ারম্যান সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























