০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

‘টোকাই’ হিরো আলম

হাজারো সমালোচনা উপেক্ষা করে আপন গতিতে চলছেন হিরো আলম। একের পর নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি।

অভিনয় ও গান দুইটিই চালিয়ে যাচ্ছেন সমান তালে।

গত বছরের অক্টোবরে করোনার আবহে দেশের সিনেমা হল খুলে দিলে প্রথম সিনেমা হিসেবে মুক্তি পায় ‘সাহসী হিরো আলম’। তখন সিনেমাটির নির্মাণের মান নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় সামাজিক মাধ্যমগুলোতে। তবে এর কিছুই গায়ে লাগানি হিরো আলম। আবারও তিনি আসছেন নতুন সিনেমা নিয়ে।

হিরো আলম সম্প্রতি শুটিং সম্পন্ন করেছেন তার নতুন সিনেমা ‘টোকাই’-এর। মুকুল নেত্রবাদীর গল্পে এটি নির্মাণ করছেন বাবুল রেজা।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হিরো আলম। তাকে দেখা যাবে টোকাই চরিত্রে। তার বিপরীতে আছেন নুসরাত ও রিয়া। নায়ক মেহেদীর বিপরীতে রয়েছেন ইরা শিকদার। এছাড়া থাকছেন আরও এক নায়ক।

সিনেমাটি প্রসঙ্গে হিরো আলম বলেন, আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেব। একজন টোকাইয়ের জীবনের গল্পই এতে তুলে ধরেছি। ইমোশনাল গল্পের সিনেমা। ঈদে দর্শকদের পুরো বিনোদন দিতে পারবে আমার এই সিনেমা।

তিনি আরও জানান, সিনেমাটিতে কাজী হায়াৎ, রেহেনা জলি, ড্যানি রাজ, দুলারী, রিনা খানের মতো সিনিয়র শিল্পীরা অভিনয় করেছেন। গান গেয়েছেন মনির খান, সুইটি ও রাশেদ জামান।

অভিনয়ের পাশাপাশি সিনেমাটি একটি গানেও কণ্ঠ দিয়েছেন হিরো আলম নিজেই।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

‘টোকাই’ হিরো আলম

প্রকাশিত : ০৫:৫৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১

হাজারো সমালোচনা উপেক্ষা করে আপন গতিতে চলছেন হিরো আলম। একের পর নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি।

অভিনয় ও গান দুইটিই চালিয়ে যাচ্ছেন সমান তালে।

গত বছরের অক্টোবরে করোনার আবহে দেশের সিনেমা হল খুলে দিলে প্রথম সিনেমা হিসেবে মুক্তি পায় ‘সাহসী হিরো আলম’। তখন সিনেমাটির নির্মাণের মান নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় সামাজিক মাধ্যমগুলোতে। তবে এর কিছুই গায়ে লাগানি হিরো আলম। আবারও তিনি আসছেন নতুন সিনেমা নিয়ে।

হিরো আলম সম্প্রতি শুটিং সম্পন্ন করেছেন তার নতুন সিনেমা ‘টোকাই’-এর। মুকুল নেত্রবাদীর গল্পে এটি নির্মাণ করছেন বাবুল রেজা।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হিরো আলম। তাকে দেখা যাবে টোকাই চরিত্রে। তার বিপরীতে আছেন নুসরাত ও রিয়া। নায়ক মেহেদীর বিপরীতে রয়েছেন ইরা শিকদার। এছাড়া থাকছেন আরও এক নায়ক।

সিনেমাটি প্রসঙ্গে হিরো আলম বলেন, আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেব। একজন টোকাইয়ের জীবনের গল্পই এতে তুলে ধরেছি। ইমোশনাল গল্পের সিনেমা। ঈদে দর্শকদের পুরো বিনোদন দিতে পারবে আমার এই সিনেমা।

তিনি আরও জানান, সিনেমাটিতে কাজী হায়াৎ, রেহেনা জলি, ড্যানি রাজ, দুলারী, রিনা খানের মতো সিনিয়র শিল্পীরা অভিনয় করেছেন। গান গেয়েছেন মনির খান, সুইটি ও রাশেদ জামান।

অভিনয়ের পাশাপাশি সিনেমাটি একটি গানেও কণ্ঠ দিয়েছেন হিরো আলম নিজেই।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার