দেশীয় তামাক শিল্প রক্ষায় তামাক শিল্পের প্রাণ চাষীদের সুরক্ষা এবং বিদেশী কোম্পানীর আগ্রাসনের হাত থেকে শতভাগ দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষার দাবীতে অনশন কর্মসুচী পালন করেছে কুষ্টিয়া জেলা দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি। সোমবার সকালে কুষ্টিয়া পৌরসভা চত্বরে এ অনশন কর্মসুচী পালন করা হয়।
অনশন কর্মসুচীতে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক শততামাক চাষী যোগ দেন।
তামাক চাষীরা বলেন, আমরা গরীব চাষী আজ আমরা তামাক চাষ করতে পারছিনা। কারণ তামাক চাষ করার পর বিক্রির সময় ন্যায়্য মূল্যও দেয়া হচ্ছেনা। দেশে বর্তমানে ২টি বিদেশী কোম্পানী তামাক ক্রয় করে অথচ ১০ বছর আগেও এ দেশে ২৫ থেকে ৩০ টি শতভাগ মালিকানা কোম্পানীর কাছে আমরা তামাক বিক্রি করে লাভবান হয়েছি। বর্তমানে বিএটি নি¤œমানের সিগারেট প্রস্তুত করে তা বাজারজাত করায় দেশীয় মালিকানাধীন কোম্পানী গুলো অস্তিত্ব সংকটে পরেছে। ফলে ওই ২৫টি শিল্প আজ বন্ধের পথে। তামাক চাষীরা আরো বলেন, দেশীয় কোম্পানী গুলো যদি দেশের মধ্যে ভালো ব্যবসা করতে পারে তা হলে এদেশের অনেক মানুষ ওইসব দেশীয় কোম্পানীতে চাকুরী করতে পারবে এবং দেশের বেকার সমস্যা অনেকটা দুর হবে। দেশের অর্থকারী ফসল সিগারেটটের বাজার থেকে সরকার প্রতিবছর ৪০ হাজার থেকে ৫০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করছে। আমাদের দেশের মাটি উর্বর আমরা কৃষি কাজে ফিরে যেতে চাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি , আপনি শতভাগ মালিকানাধীন কোম্পানী গুলোকে বাঁচানোর জন্য যে নীতিমালা দিয়েছেন তা বাস্তবায়ন করুন।
অনশন কর্মসুচীতে তামাক চাষীদের রেজিষ্ট্রেশন ভুক্ত করতে হবে, তামাকের ন্যায্য মূল্য দিতে হবে, চাষীদের উৎপাদিত তামাক ক্রয় করে নিতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষনা অনুযায়ী দেশীয় মালিকানাধীন কোম্পানীর জন্য আলাদা নীতিমালা বাস্তবায়ন করা সহ ১৫ দফা দাবী ঘোষনা করেন।
০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় দেশীয় তামাক কোম্পানী রক্ষার দাবি
-
নাদিয়া ইসলাম মিম, কুষ্টিয়া
- প্রকাশিত : ১২:০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- 40
ট্যাগ :
জনপ্রিয়