জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানুষ গড়ার ভিত্তি রচনা করে। একজন প্রাথমিক শিক্ষকের বড় পূর্ণতা সেখানেই, যখন তাঁর কোনো ছাত্র শিক্ষালাভ করে সচিব পদমর্যাদা নিয়ে তাঁর পায়ে কদমবুচি করেন। যখন বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক এসে প্রয়াত কোনো প্রাথমিক শিক্ষকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শুধু একাডেমিক শিক্ষা দিলেই চলবে না, পুঁথিগত বিদ্যার পাশাপাশি সার্বিক বিষয়ে শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
বুধবার সকাল ১১টায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ অডিটরিয়ামে করোনা-পরবর্তী শিক্ষার মানোন্নয়নে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন হুইপের ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম আবু সুফিয়ানসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























