রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে ওআইসির মহাসচিব ইউসেফ আল ওথায়মিন সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে তারা ওআইসির আওতায় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
আলোচনায় আগামী মে মাসে অনুষ্ঠিতব্য ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনের বিষয়টি বিশেষভাবে স্থান পায়। এছাড়া মহাসচিব পররাষ্ট্রমন্ত্রীকে সদ্য সমাপ্ত ওআইসির পর্যটনমন্ত্রীগণের ১০ম সম্মেলনের বিষয়ে অবহিত করেন।
ওআইসির মহাসচিব ১০ম ওআইসি পর্যটন মন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণের জন্য তিনদিনের সফরে ঢাকায় এসেছেন।

























