০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

ঢাকা ছেড়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট

ঢাকা ছেড়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে। এ সময় তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। চারদিনের সরকারি সফর শেষে আজ বুধবার দুপুর সোয়া ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সুইজারল্যান্ডের উদ্দেশে যাত্রা করেন।

গত রবিবার দুপুরে বাংলাদেশে এসেছিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি আঁলা বেরসে। আঁলা বেরসের সফরের মধ্য দিয়ে এটাই কোনো সুইস রাষ্ট্রপতির প্রথমবারের মতো বাংলাদেশ সফর।

সফরকালে আঁলা বেরসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একইদিন তিনি ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরদিন কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের দুর্দশা সরেজমিনে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গা সংকটের শুরু থেকেই সুইজারল্যান্ড মানবিক সহায়তা দিয়ে আসছে।

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

ঢাকা ছেড়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট

প্রকাশিত : ০২:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮

ঢাকা ছেড়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে। এ সময় তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। চারদিনের সরকারি সফর শেষে আজ বুধবার দুপুর সোয়া ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সুইজারল্যান্ডের উদ্দেশে যাত্রা করেন।

গত রবিবার দুপুরে বাংলাদেশে এসেছিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি আঁলা বেরসে। আঁলা বেরসের সফরের মধ্য দিয়ে এটাই কোনো সুইস রাষ্ট্রপতির প্রথমবারের মতো বাংলাদেশ সফর।

সফরকালে আঁলা বেরসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একইদিন তিনি ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরদিন কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের দুর্দশা সরেজমিনে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গা সংকটের শুরু থেকেই সুইজারল্যান্ড মানবিক সহায়তা দিয়ে আসছে।