৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের মামলায় আদালতে বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘোষণা করা হবে। আর এই রায়কে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিতে দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির গণসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বিষয়টি জানান।
তিনি জানান, জেলা প্রশাসনের অনুরোধে এখন পর্যন্ত সিরাজগঞ্জে ৩ প্লাটুন, বগুড়ায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৩ প্লাটুন, নোয়াখালীতে ১ প্লাটুন, লক্ষ্মীপুরে ১ প্লাটুন এবং চাঁদপুরে ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।






















