স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আয়োজন করেছে ‘স্বাধীনতা দিবস রচনা লিখন প্রতিযোগিতা- ২০২১’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেকোনো ব্যাচের শিক্ষার্থী অর্থাৎ সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
রচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে
‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ’। রচনাটি সর্বোচ্চ ১৫০০ শব্দের মধ্যে লিখতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ঠ বিষয়ে যেকোনো দৃষ্টিকোণ থেকে লেখা যাবে তবে রচনার জন্য সবাইকে সুনির্দিষ্ট একটি শিরোনাম দিতে হবে এবং শিরোনামের সাথে রচনার সামঞ্জস্যতা থাকতে হবে।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিনামূল্যে রেজিষ্ট্রেশনের ব্যবস্থা থাকছে এবার। রচনা জমাদানের সময়সীমা ৩১মার্চ ২০২১। নির্দিষ্ট এই সময়ের মধ্যে প্রদত্ত ই-মেইল ঠিকানায় (rotaractclubju@gmail.com) ওয়ার্ড বা পিডিএফ ফাইল করে জমা দিতে হবে। বিশেষ ক্ষেত্রে হাতে লেখা গ্রহণযোগ্য, তবে ছবিতে লেখা সুস্পষ্ট হতে হবে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ক্লাবের উপদেষ্টা প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার ; সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম এবং রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগরের সভাপতি রোটারিয়ান মাহমুদা মাহবুব রুমা।
প্রতিযোগিতায় মোট ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরষ্কার ৩০০০ টাকা, ক্রেস্ট ও সনদ;
দ্বিতীয় পুরষ্কার ২০০০ টাকা, ক্রেস্ট ও সনদ; তৃতীয় পুরষ্কার ১০০০ টাকা, ক্রেস্ট ও সনদ; চতুর্থ ও পঞ্চম পুরষ্কার ক্রেস্ট ও সনদ এবং ষষ্ঠ থেকে দশম পুরষ্কার শুধুমাত্র সনদ।


























