স্বপ্নতো অনেক রকমই হয়। কিন্তু লক্ষ্মীপুরের রামগতির নৌকার কারিগর মো. ইউছুফ দেখেছে ভিন্নধর্মী স্বপ্ন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে ‘জল ডাঙা মুজিব পরিবহন’ বানিয়েছেন। এ পরিবহনটি জলপথ ও স্থলপথে চলবে। আর নৌকাটি প্রধানমন্ত্রীকে উপহার দিতেই ইউছুফ যাত্রী নিয়ে ঢাকায় যাবেন। আবার প্রধানমন্ত্রীকে এ নৌকায় চড়াতে চান তিনি। অন্তত পক্ষে একবার যেন প্রধানমন্ত্রী নৌকাটি ছুঁয়ে দেখেন এ স্বপ্ন ইউছুফের।জানা গেছে, ইউছুফ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা গ্রামের আবুল কালামের ছেলে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীকে উপহার দিতে ইউছুফ নৌকাটি নির্মাণ করেন। তিন বছর ধরে ক্লান্তিহীন পরিশ্রম করে ১৪ থেকে ১৫ লাখ টাকা ব্যয় করা এ নৌকাটির কাজ শেষ হয়েছে। ১৭ মার্চ চরকলাকোপা গ্রাম থেকে উভচর নৌকাটিতে যাত্রী নিয়ে ইউছুফ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন। তবে সড়ক পথে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ বলেন, নৌকাটি দেখেছি। উপহারটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে তাকে সকল ধরনের সহযোগীতা করা হবে।
নৌকার কারিগর মো. ইউছুফের সঙ্গে কথা বলে জানা গেছে, জল ডাঙা মুজিব পরিবহনটি বঙ্গবন্ধুর প্রতি তার ভালোবাসার প্রতীক। তিনি নিজেই ৩ বছর ধরে এ নৌকা বানিয়েছেন। ১৭ মার্চ তিনি সড়ক পথে প্রধানমন্ত্রীকে উপহারটি বুঝিয়ে দিতে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন। তার প্রবল ইচ্ছে প্রধানমন্ত্রী নৌকায় চড়বেন অথবা অন্তত একবার ছুঁয়ে দেখবেন।
মো. ইউছুফ বলেন, প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য নৌকাটি নির্মাণে আমি ইচ্ছে পোষণ করি। এতে আমার বাবা আবুল কালাম প্রথম ৫০ হাজার টাকা দিয়ে আমাকে অনুপ্রেরণা দেন। স্থানীয় মো. করিম ও আলাউদ্দিন
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মোমিন বলেন, ইউসুফ আমার কাছে এসে নৌকার ছবি দেখিয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) নৌকাটি জেলা প্রশাসককে দেখানো হবে। নৌকাটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর উপযোগী হলে আমরা তাকে সহযোগীতা করবো।