গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেছেন, ১৯৭৫ সালে জাতির জনকের খুনীরা ভেবেছিল, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তার আদর্শকেও হত্যা করা গেছে। কিন্তু তার আদর্শকে হত্যা করা যায় না। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে আজ আবারও প্রমাণ হয়েছে, জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব লক্ষ-কোটি গুণ বেশি শক্তিশালী।
বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে শ্রীপুর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এমপি সবুজ বলেন, ‘১৯৭৫ সালে ব্যক্তি মুজিবকে হত্যা করতে পেরেছিল ঘাতকেরা। কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারেনি। সেই মুজিব আদর্শের মূর্ত প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আছেন বলেই আমরা আওয়ামী লীগের কথা বলতে পারি। শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি নয়।’শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতা কফিল উদ্দিন মন্ডল প্রমুখ।