প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করে ওয়েবসাইটে আপলোড করায় রাজু হোসেন (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে শহরের জগন্নাথপুর বাঙ্গালীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাজু হোসেন নীলফামারীর জলঢাকা উপজেলার গোপালঝাঁর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।
সন্ধ্যায় সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, আটককৃত যুবক রাজু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করে ওয়েবসাইটে বা ডিজিটাল বিন্যাসের মাধ্যমে আপলোড করে। বিষয়টি ভাইরাল হলে পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ওই যুবকের লোকেশন চিহ্নিত করে এবং তাকে শহরের জগন্নাথপুর বাঙ্গালীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয় এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গচিত্র পাওয়া যায়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৫/২৯/৩১(১)৩৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি রাজু হোসেনকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।
০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করায় ঠাকুরগাঁওয়ে যুবক গ্রেপ্তার
-
ঠাকুরগাঁও প্রতিনিধি
- প্রকাশিত : ১২:৫২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- 56
ট্যাগ :
জনপ্রিয়