সারা দেশের সঙ্গে কক্সবাজারেও বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। বৃহস্পতিবার একদিনে ৩১ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। শুক্রবার শনাক্ত হয়েছে ১৮৯৯ জন। এমন পরিস্থিতিতে শুক্রবার সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। অভিযানে সংক্রমণরোধে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সচেতনতা বাড়াতে লোকজনকে সচেতন করার পাশাপাশি জরিমানা আদায় করা হয়। সৈকতের সুগন্ধা, কলাতলী, লাবনী পয়েন্টে আগত পর্যটকদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা এবং সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা, বিচকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা জানান, সারাদেশের মতো কক্সবাজারে ফের করোনার সংক্রমণ বাড়ছে। তাই এখনই সচেতন হওয়ার সময়। আমরা বারবার লোকজনকে বলছি মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় পরিস্থিতি আগের চেয়ে ভয়াবহ হতে পারে। তিনি আরও বলেন, অভিযানকালে পর্যটকসহ স্থানীয়দের মাস্ক না পরায় জরিমানা আদায় করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিং করে সতর্কতামূলক বার্তা প্রচার করা হয়েছে।
০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
করোনা সংক্রমণ রোধে, কক্সবাজার সৈকতে ভ্রাম্যমাণ আদালত
-
কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশিত : ১২:৫৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- 49
ট্যাগ :
জনপ্রিয়