বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে পুরান ঢাকার বেশ কয়েকটি অলিগলির রোড বন্ধ থাকায় বিড়ম্বনায় পরতে হচ্ছে এলাকার বাসিন্দারা। ফলে অবরুদ্ধ হয়ে পড়েছেন পুরান ঢাকার বাসিন্দারা। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষজন কোনো দিকে গেলে সদরঘাট, অাজিমুপুর, চকবাজার যেতে পারবেন বুঝে উঠতে পারছেন না। নাজিমউদ্দিন রোড, বকশিবাজার, হোসেনী দালাল লেনসহ বেশ কয়েকটি অলিগলির রোড বন্ধ রয়েছে।
চকবাজার যাওয়ার পথে নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, আমি রিক্সা দিয়ে আসছিলাম। কিন্তু রিকশা অাটকে দেওয়া হয় ঢাকেশ্বরীতে। পরে বাধ্য হয়ে হেঁটে চকবাজারের দিকে রওনা হয়েছি।
বকশীবাজারের বাসিন্দা সোলেয়মান বাবলা ব্যবসায়িক কাজে সদরঘাটে যাবেন। নাজিমউদ্দিন রোডের জেলে গেটে পৌছাতেই তাকে বহনকারী রিকশাটি ঘুরিয়ে দেয় পুলিশ। বাবলা জানান, কোনো কারণ ছাড়াই হোসেনী দালাল থেকে রিকশা ঘুরিয়ে দিয়েছে। এবার এখান থেকে দিলো। অালী নেক দেউরী হয়ে ঘুরে সদরঘাট যেতে হলে দেড়ঘণ্টা লাগবে। অারো কোথায় অাটকাবে জানি না-যতো বিপদ অামাদের!
প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছেন না পুরান ঢাকাবাসী। বিশেষ করে, ব্যবসার কাজে, এসএসসি পরীক্ষার্থীরা পরেছেন চরম বিড়ম্বনায়। অজানা অাতঙ্কে যাতায়ত করছেন তারা।
পরীক্ষা শেষ করে বাসায় ফেরার পথে পরিবহনতো দূরের কথা হেটে বাসায় ফিরতে সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা। জোর করে সবাইকে বাসায় ঢুকিয়ে দিচ্ছেন অাইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাইরে থাকলে গ্রেফতারের ভয় দেখাচ্ছেন। যে দুই একটি দোকান খোলা ছিলো জোর করে তা বন্ধ করে দিয়েছে অাইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।






















