গাজীপুরে মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালনাধীন মহিলা ও শিশু কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফহোম) থেকে পালিয়েছে ১৪ তরুণী ও কিশোরী।
বুধবার রাত সাড়ে ১২দিকে শহরের ভোগড়া মোগরখাল এলাকায় অবস্থিত এই সেফহোম এ ঘটনা ঘটে। পরে বাসন থানা পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর রেলস্টেশন থেকে সাত কিশোরীকে উদ্ধার করে।
এখনো যারা পলাতক রয়েছে তারা হলো- লালমনিরহাটের হাতীবান্ধা থানার পাঠগ্রামের মিলন মিয়ার মেয়ে মিম আক্তার (১৭), পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার দেউলী এলাকার সৈয়দ মিল্টনের মেয়ে মলি আক্তার (১৭), নরসিংদীর শিবপুর থানার ধনুয়া এলাকার শাহ আলমের মেয়ে মনিরা (১৫), মুন্সিগঞ্জের লৌহজং থানার বড় নওয়াপাড়া এলাকার কামাল সরদারের মেয়ে বন্যা আক্তার নিঝুম (১৫), ঢাকার আশুলিয়ার ওমর ফারুকের মেয়ে ফাহমিদা আক্তার রিয়া (১৬), নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার মিজমিজ বাতান পাড়া মাদ্রাসা রোডের কবির মিয়ার মেয়ে তাসলিমা আক্তার (১৫) এবং নারায়ণগঞ্জের বন্দর থানার বাঘবাড়ি এলাকার আ. রশিদের মেয়ে জামিলা খাতুন সুইটি (১৭)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ক্রাইম) জাকির হাসান জানান, বুধবার রাত ১২টার দিকে ওই নিরাপদ আবাসন কেন্দ্রের তৃতীয় তলায় হেফাজতে থাকা ১৪ হেফাজতী জানালার গ্রিল ভেঙে ওড়না বেয়ে প্রায় ২৫ ফুট দেয়াল টপকে পালিয়ে যান।
টের পেয়ে আবাসন কেন্দ্র থেকে পুলিশকে জানানো হলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে জয়দেবপুর রেলস্টেশন থেকে সাতজনকে উদ্ধার করে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।
ইতোমধ্যে গাজীপুর জেলা প্রশাসক, মহানগর পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।