চট্টগ্রামের মিরসরাইয়ে খালে ধসে পড়া প্রায় আড়াই কিলোমিটার সড়ক এক বছরেও সংস্কার করা হয়নি। অপরিকল্পিত খাল খননের কারণে উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়ন ও ১২ নং খৈইয়াছড়া ইউনিয়নের মধ্যবর্তী সাহেরখালী খালের পাশ দিয়ে যাওয়া শহীদ আবুল বশর সড়কের কাজীরহাট থেকে পশ্চিম ছাগলখাইয়া, কাজীরহাট থেকে পূর্ব ছাগলখাইয়া সড়কের অংশ ও কাজীরহাট থেকে কাজীরহাট মাদ্রাসার ব্রিজ পর্যন্ত সড়ক ধসে খালে পড়ে যায়। সড়ক ভাঙ্গনের কারণে গত এক বছর ধরে ওই সড়ক গুলো দিয়ে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে আছে। তিন ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের কয়েক হাজার মানুষের স্বাভাবিক চলাচল হুমকীর মুখে পড়েছে।
জানা গেছে, গত বছর শুষ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ড সীতাকুন্ডের তত্তবাবধানে মিরসরাইয়ে সাহেরখালী খালের ৪ কিলোমিটার খনন কাজ করা হয়। কিন্তু খালগুলো কাটতে গিয়ে খালের দুইপাশে তৈরি হওয়া সড়কের পাশে পর্যাপ্ত জায়গা না রাখায় বর্ষায় সড়কগুলো ভেঙ্গে খালে পড়ে গেছে। শহীদ আবুল বশর সড়কের কাজীরহাট থেকে ছাগলখাইয়া, কাজীরহাট মাদ্রাসা সড়ক। সরেজমিনে দেখা যায়, সাহেরখালী খালে পশ্চিম অংশে কাজীরহাট থেকে পশ্চিম ছাগলখাইয়া পর্যন্ত কার্পেটিং করা সড়কের পাশ ভেঙ্গে খালে পড়ে গেছে। কার্পেটিং করা কাজীরহাট মাদ্রাসার সড়কটির বেশের ভাগ খালে ধসে পড়েছে। আবার কোথাও কোথাও সড়ক প্রায় ৫-৭ ফুট পর্যন্ত নিচের দিকে দেবে গেছে। স্থানীয় রফিকুল ইসলাম জানান, সড়ক গুলো দিয়ে মাজেদা হক উচ্চ বিদ্যালয়, কাজীরহাট মাদ্রাসা, কাজীরহাট কাওমী মাদ্রাসা, কাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা এক বছর ধরে ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে। কোন যানবাহন সড়ক দিয়ে চলাচল করতে পারছে না।
পশ্চিম ছাগলখাইয়া এলাকার বাসিন্দা নুরুল আলম, এমরান হোসেন মেম্বার জানান, খাল কাটার সময় ঠিকাদারকে বারবার বলার পরও সে সড়কের কথা বিবোচনা না করে এস্কেভেটার দিয়ে খাড়াখাড়ি ভাবে খাল খনন করেছে। ফলে সড়ক ও খালের পাশে থাকা ফসলি জমে খালের মধ্যে ধসে পড়ে গেছে। কামরুল হাসান শিবলু নামে এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করেন বলেন, বর্ষার পানি নিষ্কাশনের জন্য খাল খনন অবশ্যই প্রয়োজন ছিল। কিন্তু সড়কের ক্ষতি করে খাল খনন জনগনের জন্য কতটুকু লাভ হয়েছে। যে সড়কগুলো এখন খালে ভেঙ্গে পড়ছে সেগুলো মাত্র বছর তিনেক আগে কোটি টাকা খরচ করে এলজিইডি থেকে কার্পেটিং করা হয়েছিল! এখন ভেঙ্গে যাওয়া সড়ক সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ কারো কোন মাথাব্যাথা নেই। খৈইয়াছড়া ইউনিয়নের কাজীরহাট এলাকায় স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম জানান, খনন কাজের সময় অনিয়মের কারণে সড়কগুলো ভেঙ্গে খালে পড়ে গেছে এবং স্থানীয় লোকজনের ভোগান্তি বেড়েছে। সড়ক সংস্কারের বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সাথে আলোচনা করবেন বলে জানান।
মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী দৈনিক বিজনেস বাংলাদেশকে জানান, সড়ক ভেঙ্গে যাওয়ার পর গত শুষ্ক মৌসুমে কাজীরহাট থেকে পশ্চিম ছাগলখাইয়া সড়কের বেশকিছু অংশে তিনি মাটি দিয়ে ভরাট করিয়েছেন। পুরো সড়ক সংস্কার করাতে তিনি চেষ্টা করে যাচ্ছেন।
উপজেলা সহকারি প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, ওই সড়কগুলো প্রায় বিলীন হয়ে গেছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার জানানো পরও তারা কোন উদ্যোগ নেয়নি। স্থানীয় সরকার থেকে নতুন করে ওই সড়কগুলো সংস্কার করা প্রায় অসম্ভব হবে বলে জানান তিনি।
০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
খালের মধ্যে সড়ক, দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ
-
ইকবাল হোসেন জীবন, (মিরসরাই)
- প্রকাশিত : ১২:১৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- 45
ট্যাগ :
জনপ্রিয়