করোনা মহামারির মধ্যেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে থাকছে বাংলাদেশ, এমন পূর্বাভাস মিলেছে বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে। দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাসে বলা হয়েছে, মোট দেশজ উৎপাদনে বা জিডিপি প্রবৃদ্ধি অর্জনে এই অঞ্চলের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে মালদ্বীপ; তারপরই বাংলাদেশের অবস্থান। বুধবার প্রকাশিত ‘সাউথ এশিয়ান ইকোনমিকস বাউন্স ব্যাক বাট ফেস ফ্রাজিল রিকোভারি’ শীর্ষক বিশ্বব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ায় পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভূটান, আফগানিস্তানের চেয়ে বাংলাদেশে প্রবৃদ্ধি চলতি অর্থবছর এবং আগামী অর্থবছরে বেশি হবে।
আন্তর্জাতিক এই সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চলতি অর্থবছরে সবচেয়ে ভালো করবে মালদ্বীপ। তারপর বাংলাদেশ। আগামি অর্থবছরেও সবচেয়ে ভালো করবে মালদ্বীপ, তারপর ভারত এবং তৃতীয় স্থানে চলে যাবে বাংলাদেশ। আর বাংলাদেশ-ভারতের প্রবৃদ্ধির ওপর ভর করেই দক্ষিণ এশিয়া অঞ্চল তার করোনাপূর্ব প্রবৃদ্ধি ফিরে পাবে। চলতি ২০২১ অর্থবছর শেষে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গড় জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াবে ৭ দশমিক ২ শতাংশ। আর ২০২২ সালে প্রবৃদ্ধির এ হার কমে হবে ৪ দশমিক ৪ শতাংশ।
বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী, ২০২১ অর্থবছর (জানুয়ারি-ডিসেম্বর) শেষে মালদ্বীপের প্রবৃদ্ধি হবে ১৭ দশমিক ১ শতাংশ, যা ২০২২ অর্থবছরে কমে দাঁড়াবে ১১ দশমিক ৫ শতাংশ। চলতি ২০২০-২১ (জুলাই থেকে জুন) অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৬ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ১ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশ হতে পারে। এর আগে জানুয়ারির প্রতিবেদনে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে যে পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক তা ছিল বর্তমান পূর্বাভাসের অর্ধেকেরও কম। জানুয়ারিতে বিশ্বব্যাংক বলেছিল, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ১ দশমিক ৬ শতাংশ। তবে দুই মাসের মধ্যে সেই পূর্বাভাস দ্বিগুণের বেশি বাড়িয়েছে সংস্থাটি।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২১ অর্থবছরে (এপ্রিল-মার্চ) ভারতের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ঋণাত্মক ৮ দশমিক ৫ শতাংশ। তবে ২০২১-২২ অর্থবছরে (এপ্রিল-মার্চ) ভারত ঘুরে দাঁড়াবে। ২০২১-২২ অর্থবছরে তাদের প্রবৃদ্ধি হবে ১০ দশমিক ১ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৮ শতাংশ।
এছাড়া আফগানিস্তান ২০২১ অর্থবছরে (ডিসেম্বর থেকে নভেম্বর) জিডিপির প্রবৃদ্ধি করবে ১ শতাংশ এবং ২০২২ অর্থবছরে হবে ২ দশমিক ৬ শতাংশ। শ্রীলঙ্কার ২০২১ অর্থবছরে (জানুয়ারি থেকে ডিসেম্বর) জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৪ শতাংশ এবং ২০২২ অর্থবছরে তা দাঁড়াতে পারে ২ শতাংশ। ভুটানের ২০২১-২২ অর্থবছরে (জুলাই থেকে জুন) জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৯ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে হতে পারে ৪ দশমিক ৫ শতাংশ। নেপালের ২০২০-২১ অর্থবছরে (১৬ জুলাই থেকে ১৫ জুলাই) প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৭ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ৩ দশমিক ৯ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে হতে পারে ৫ দশমিক ১ শতাংশ। পাকিস্তানের ২০২০-২১ অর্থবছরে (জুলাই থেকে জুন) জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ১ দশমিক ৩ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ২ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ৩ দশমিক ৪ শতাংশ।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টিং স্কফার দক্ষিণ এশিয়ার জিডিপি প্রবৃদ্ধি প্রসঙ্গে বলেন, ‘আমরা দক্ষিণ এশিয়ার অর্থনীতি পুনরায় ভালো করার স্পষ্ট ইঙ্গিত দেখতে পাচ্ছি। যদিও করোনা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। রিকোভারির অবস্থা এখনও ভঙ্গুর। এক্ষেত্রে টিকা গুরুত্বপূর্ণ। সামনের দিনগুলোতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর টিকার ওপর জোর দেয়া প্রয়োজন এবং এক্ষেত্রে পরিকল্পিতভাবে সামনের দিকে এগোতে হবে।’
এদিকে বিশ্বব্যাংক এবার যে পূর্ভাবাস দিয়েছে, তা সরকারের লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম। চলতি অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮ দশমিক ২ শতাংশ। গত বছরের মার্চে করোনা হানা দেয়ার পর সাধারণ ছুটি ঘোষণা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসার পর গত অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হয় ৫ দশমিক ২৪ শতাংশ, যা আগের বছর ছিল ৮ দশমিক ১ শতাংশ।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার করোনার টিকা পরিস্থিতিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, প্রবৃদ্ধিতে এশিয়ার অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো করবে । সংস্থাটি বলছে, মূলত টিকাদান কর্মসূচিতে ভর করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধার গতি পেয়েছে। বাংলাদেশ প্রথমেই করোনার গণটিকা কার্যক্রম শুরু করা দেশগুলোর একটি। এরই মধ্যে ৫০ লাখের বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। সরকারের হাতে মজুদ আছে আরও ৫০ লাখের মতো। তবে করোনার দ্বিতীয় ধাক্কায় বাংলাদেশের রফতানি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছে সংস্থাটি। গত বছর বাংলাদেশে ব্যাপক হারে প্রবাসী আয় এলেও এবার প্রবাসী আয় কমতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্বব্যাংক।
১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় এগিয়ে বাংলাদেশ
-
তাকী জোবায়ের - প্রকাশিত : ০৮:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- 62
ট্যাগ :
জনপ্রিয়





















