১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

হেফাজতের তাণ্ডবে ধ্বংসস্তূপ পরিদর্শনে ব্রাহ্মণবাড়িয়ায় আইজিপি

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের চালানো ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে ক্ষতিগ্রস্ত জেলা শহরের রেল স্টেশন, পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, ভূমি অফিস সদর, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনসহ বেশ কিছু ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদদের নিয়ে সকালে ঘটনাস্থলগুলো ঘুরে দেখেন তিনি। পরে মতবিনিময় সভাশেষে প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করেন আইজিপি।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এসে আহত প্রেসক্লাব সভাপতিসহ অন্যান্য আহত সাংবাদিকদের খোঁজ খবর নেন ড. বেনজীর।

দুপুরের পর তিনি সার্কিট হাউজে প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিং এ আইজিপি বেনজির আহমেদ বলেন যারা ব্রাহ্মণবাড়িয়াকে টার্গেট করে হামলা চালিয়েছে হামলাকারী ও তাদের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত আই জিপি এস বি প্রধান মনিরুল ইসলাম,র?্যাব প্রধান আব্দুলাহ আল মামুন,ডি আই জি আনোয়ার হোসেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান,রেলওয়ে পুলিশ ডি আই জি মোঃ শাহ আলম।

উল্লেখ্য, স্বাধীনতার সূর্বণজয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার (২৬ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা থেকে কয়েক হাজার ছাত্রের মিছিল বের হয়। তারা শহরের কেন্দ্রস্থল বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে হামলে পড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে। সেটি ভেঙে আগুন দেয়ার পাশাপাশি তারা আগুন দেয় শহরের রেল স্টেশন, আনসার ক্যাম্প, মৎস্য অধিদপ্তর, পুলিশ সুপারের কার্যালয়।

পরদিন মহাসড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলা চালায় মাদ্রাসা ছাত্ররা। তখন পুলিশ গুলি চালালে প্রাণ হারায় পাঁচ জন।

নিহতদের নিজের কর্মী দাবি করে প্রতিবাদে রোববারের হরতাল ডাকে হেফাজত। হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় চলে ব্যপক তা-ব। বঙ্গবন্ধুর দুটি ম্যুরাল ছাড়াও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত সবগুলো স্থাপনায় ভাঙচুরের পাশাপাশি ধরিয়ে দেয়া হয় আগুন।

হামলা চলে পৌরসভা কার্যালয়, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়, শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর, গণ গ্রন্থাগার, আলাউদ্দিন খাঁর স্মৃতি বিজরিত সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন ও মিলনায়তন, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়, বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের অফিস, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাড়ি এবং সরাইলের খাটিহাতা হাইওয়ে থানায়।

ট্যাগ :

দুদকের ২ উপপরিচালক বরখাস্ত

হেফাজতের তাণ্ডবে ধ্বংসস্তূপ পরিদর্শনে ব্রাহ্মণবাড়িয়ায় আইজিপি

প্রকাশিত : ১২:০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের চালানো ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে ক্ষতিগ্রস্ত জেলা শহরের রেল স্টেশন, পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, ভূমি অফিস সদর, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনসহ বেশ কিছু ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদদের নিয়ে সকালে ঘটনাস্থলগুলো ঘুরে দেখেন তিনি। পরে মতবিনিময় সভাশেষে প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করেন আইজিপি।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এসে আহত প্রেসক্লাব সভাপতিসহ অন্যান্য আহত সাংবাদিকদের খোঁজ খবর নেন ড. বেনজীর।

দুপুরের পর তিনি সার্কিট হাউজে প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিং এ আইজিপি বেনজির আহমেদ বলেন যারা ব্রাহ্মণবাড়িয়াকে টার্গেট করে হামলা চালিয়েছে হামলাকারী ও তাদের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত আই জিপি এস বি প্রধান মনিরুল ইসলাম,র?্যাব প্রধান আব্দুলাহ আল মামুন,ডি আই জি আনোয়ার হোসেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান,রেলওয়ে পুলিশ ডি আই জি মোঃ শাহ আলম।

উল্লেখ্য, স্বাধীনতার সূর্বণজয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার (২৬ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা থেকে কয়েক হাজার ছাত্রের মিছিল বের হয়। তারা শহরের কেন্দ্রস্থল বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে হামলে পড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে। সেটি ভেঙে আগুন দেয়ার পাশাপাশি তারা আগুন দেয় শহরের রেল স্টেশন, আনসার ক্যাম্প, মৎস্য অধিদপ্তর, পুলিশ সুপারের কার্যালয়।

পরদিন মহাসড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলা চালায় মাদ্রাসা ছাত্ররা। তখন পুলিশ গুলি চালালে প্রাণ হারায় পাঁচ জন।

নিহতদের নিজের কর্মী দাবি করে প্রতিবাদে রোববারের হরতাল ডাকে হেফাজত। হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় চলে ব্যপক তা-ব। বঙ্গবন্ধুর দুটি ম্যুরাল ছাড়াও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত সবগুলো স্থাপনায় ভাঙচুরের পাশাপাশি ধরিয়ে দেয়া হয় আগুন।

হামলা চলে পৌরসভা কার্যালয়, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়, শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর, গণ গ্রন্থাগার, আলাউদ্দিন খাঁর স্মৃতি বিজরিত সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন ও মিলনায়তন, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়, বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের অফিস, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাড়ি এবং সরাইলের খাটিহাতা হাইওয়ে থানায়।